নাসিক নির্বাচন : ৭ দিন আগে সেনা মোতায়েনের আনুষ্ঠানিক দাবি সাখাওয়াতের
বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়নের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট লিখিত দাবি জানিয়েছেন তিনি।
সেনা মোতায়েন সম্পর্কে তিনি ওই লিখিত আবেদনে বলেন, নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীর সমান অধিকার ও সুযোগ নিশ্চত করা, ভয়ভীতি প্রদর্শনের সকল প্রচেষ্টাকে প্রতিহত করা এবং ভোটকেন্দ্রে নির্বিঘ্নে পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে দেয়া।
এছাড়াও নির্বাচনী কার্যক্রমে যুক্ত দলবাজ কর্মকর্তা চিহ্নিত করার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নামের তালিকা প্রতিদ্বন্দি প্রার্থীদের কাছে সরবরাহ করে কারো ব্যাপারে অভিযোগ থাকলে পরিবর্তন করার আবেদন জানান তিনি।
তিনি বিগত নির্বাচনের দিকে ইঙ্গিত করে বলেন, বিগত নির্বাচনে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় সরকার দলীয় প্রার্থীরা প্রকাশ্যে ভোট ডাকাতি, ভোট কেন্দ্র দখল, ভোট কারচুপি ও সন্ত্রাস সৃষ্টি করে জনগণের রায় ছিনতাই করেছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় নৌকা মার্কায় প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী পরিবেশকে কলুষিত করে চলেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন