নাসিরনগরের ঘটনায় আটক ৪৪
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩৩ জনকে আটক করা হয়। এর আগে গত ছয় দিনে ১১ জনকে আটক করা হয়েছিল। শুক্রবার রাত ১২ থেকে আজ শনিবার ভোর ৪টা পর্যন্ত নাসিরনগরের বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, নাসিরনগরের ঘটনায় এই নিয়ে মোট আটকের সংখ্যা ৪৪ জন। মোবাইল ফোনে ধারণ করা ফুটেজ থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। তিনি বলেন, মন্দিরে ভাঙচুর ও বাড়িঘরে হামলার সময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে, সেসব ভিডিও থেকে চেহারা দেখে পুলিশ তাদেরকে আটক করেছে। এরা সবাই ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা বলে জানাচ্ছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সেদিনের তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখে গত রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাতনামাকে আসামি করে দুটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কাজল জ্যোতি দত্ত ও নির্মল চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন
সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন