না.গঞ্জে আ.লীগের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ আহত ২২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ২২ জন আহত হয়েছেন।
এসময় এক গ্রুপের বালু কাটার ড্রেজার আগুনে পুড়িয়ে দেয়া হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দু’পক্ষের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষ চলে।
আহত ২২ জনের মধ্যে গুলিবিদ্ধ খলিল, রুবেল, জলিল, ডালিম, ইয়াছিন, ইউসুফ, হালিম, আক্তার, মনির, আলম, দাউদ ও জয়নালসহ অন্য ৮ জনকে কুমিল্লা, সোনারগাঁও ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে বালু উত্তোলন নিয়ে জয়নাল ও সাত্তার মিয়া গ্রুপের মধ্যে গত কয়েক বছর ধরেই বিরোধ চলে আসছিল।
সোমবার সকাল ৮টায় স্থানীয় ঈদগাহ এলাকায় সাত্তার ও জয়নাল বাহিনীর
ড্রেজার একই স্থান থেকে বালু উত্তোলন শুরু করে। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
শেষে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় উভয়পক্ষের লোকজন অবৈধ অস্ত্র নিয়ে একে অন্যকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ইউনিয়নে।
ঘটনার পর থেকে জয়নাল ও সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
কালাপাহাড়িয়ার চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, দুজনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সোমবার সকালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন