শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

না.গঞ্জে আ.লীগ ৮, স্বতন্ত্র ২, বিএনপি ১

নারায়ণগঞ্জ: তৃতীয় ধাপে নারায়ণগঞ্জ সদরের ৬টি ও রূপগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে চারটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনের আগেই ৪ ইউপিতে সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।

শনিবার রাতে সদরের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদ মিয়া বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান ২৯ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম। তিনি পেয়েছেন ৪ হাজার ৬১১ ভোট। তৃতীয় হয়েছে নির্বাচন বয়কটের ঘোষণা দেয়া বিএনপির ধানের শীষের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর। তিনি পেয়েছেন ৪ হাজার ২৮৮ ভোট।

কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান (সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত) মনিরুল আলম সেন্টু ৪২ হাজার ৯০৩ ভোট পেয়ে আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল শিকদার পেয়েছেন ১০ হাজার ৯৮৭ ভোট।

গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নওশেদ আলী ৭ হাজার ৪৪১ ভোট পেয়ে আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৫ হাজার ২৭১ ভোট।

সদর উপজেলার কাশিপুরে থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, বক্তাবলীতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও আলীরটেকে মতিউর রহমান মতি নৌকা প্রতীকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগরে প্রথমবারের মত চেয়ারম্যান হচ্ছেন থানা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান। অন্যদিকে গোগনগরে নওশেদ আলী ও কুতুপুরে মনিরুল আলম সেন্টু টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন।

সদর উপজেলার কাশিপুরে থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলীতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও আলীরটেকে মতিউর রহমান মতি নৌকা প্রতীকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হয়েছেন ভুলতা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইলে মনজুর হোসেন ভূইয়া, মুড়াপাড়ায় তোফায়েল আহাম্মেদ আলমাছ ও ভোলাবতে বিএনপি মনোনীত প্রার্থী আলী হোসেন টিটু। এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত শনিবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১৯৪টি কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন শুরু হয়। যেখানে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করছে ৫’শ প্রার্থী। প্রায় ৫ লাখ ভোটার রয়েছে মোট ১১টি ইউনিয়নে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন

  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
  • সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • নারায়ণগঞ্জে শ্যালিকাকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, দুলাভাই গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জ ডিবির কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
  • নারায়ণগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
  • নর্দমার ভেতর পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা লাশ!
  • সাত খুন: ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে বেঞ্চ নির্ধারণ
  • নারায়ণগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
  • নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা