না.গঞ্জে পুলিশের বাধায় হরতাল-মিছিল
নারায়ণগঞ্জ : সোহাগী জাহান তনু হত্যাসহ অব্যহাত গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা অর্ধবেলা হরতালের পক্ষে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিল করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনের নেতারা।
সোমবার সকাল পৌনে ৭টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে প্রগতিশীল ছাত্র জোট নারায়ণগঞ্জ জেলার ব্যানারে হরতালের পক্ষে মিছিলটি বের হয়। তবে ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে মিছিল নিয়ে চাষাঢ়া দিকে যাওয়ার সময় গ্রিনলেজ ব্যাংক মোড় এলাকায় পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।
পরে সকাল ৭টায় থেকে ৮টা পর্যন্ত গ্রিনলেজ ব্যাংকের বিপরীত দিকে অবস্থান নিয়ে হরতালের পক্ষে ও তনুসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
সকাল ৮টার দিকে পুলিশ তাদের গ্রিনলেজ ব্যাংকের বিপরিত দিক থেকে সরিয়ে দিলে মিছিল নিয়ে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়। এবং সেখানে হরতালের পক্ষে ও হত্যার বিচার দাবিতে স্লোগান দেয় ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
এদিকে, সকালে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল স্বাভাবিক হয়। অন্যান্য দিনের মতো নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে ২নং রেলগেট পর্যন্ত যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। হরতালের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল ৯টায় সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জামায়াত-শিবিরের হরতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলে এ দিন ছিল ফাঁকা। তবে শহরের নিয়মিত টহলের মতো শহরের চাষাঢ়া শহীদ মিনার, চাষাঢ়া মোড়, ২ নং রেল গেট, মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় পুলিশের টহল দেখা গেছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ শহরের অন্যতম জনপ্রিয় খুচরা ও পাইকারী ব্যবসার ‘দিগুবাবু’ বাজারের দোকানপাট সকাল থেকেই খোলা রয়েছে। স্বাভাবিকভাবে বাজারের কেনাকেটা চলছে।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলাচলকারী সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আয়ুব আলী জানান, সকাল ৬টা থেকে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।
প্রসঙ্গত : গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুকে দুর্বৃত্তরা খুন করে। ওই দিন রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ জানায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় তনুর বাবা ক্যান্টমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত পরিচয় দুস্কৃতকারীদের নামে হত্যা মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন