বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

না.গঞ্জে পুলিশের বাধায় হরতাল-মিছিল

নারায়ণগঞ্জ : সোহাগী জাহান তনু হত্যাসহ অব্যহাত গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা অর্ধবেলা হরতালের পক্ষে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিল করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন বামপন্থি ছাত্র সংগঠনের নেতারা।

সোমবার সকাল পৌনে ৭টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে প্রগতিশীল ছাত্র জোট নারায়ণগঞ্জ জেলার ব্যানারে হরতালের পক্ষে মিছিলটি বের হয়। তবে ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে মিছিল নিয়ে চাষাঢ়া দিকে যাওয়ার সময় গ্রিনলেজ ব্যাংক মোড় এলাকায় পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।

পরে সকাল ৭টায় থেকে ৮টা পর্যন্ত গ্রিনলেজ ব্যাংকের বিপরীত দিকে অবস্থান নিয়ে হরতালের পক্ষে ও তনুসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

সকাল ৮টার দিকে পুলিশ তাদের গ্রিনলেজ ব্যাংকের বিপরিত দিক থেকে সরিয়ে দিলে মিছিল নিয়ে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়। এবং সেখানে হরতালের পক্ষে ও হত্যার বিচার দাবিতে স্লোগান দেয় ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

এদিকে, সকালে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল স্বাভাবিক হয়। অন্যান্য দিনের মতো নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে ২নং রেলগেট পর্যন্ত যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। হরতালের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল ৯টায় সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জামায়াত-শিবিরের হরতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলে এ দিন ছিল ফাঁকা। তবে শহরের নিয়মিত টহলের মতো শহরের চাষাঢ়া শহীদ মিনার, চাষাঢ়া মোড়, ২ নং রেল গেট, মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় পুলিশের টহল দেখা গেছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জ শহরের অন্যতম জনপ্রিয় খুচরা ও পাইকারী ব্যবসার ‘দিগুবাবু’ বাজারের দোকানপাট সকাল থেকেই খোলা রয়েছে। স্বাভাবিকভাবে বাজারের কেনাকেটা চলছে।

নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলাচলকারী সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আয়ুব আলী জানান, সকাল ৬টা থেকে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।

প্রসঙ্গত : গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুকে দুর্বৃত্তরা খুন করে। ওই দিন রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ জানায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় তনুর বাবা ক্যান্টমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত পরিচয় দুস্কৃতকারীদের নামে হত্যা মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা