না ফেরার দেশে নেই শিশু হাসিনা
ঘুম ভাঙলো না শিশু হাসিনার, চোখ মেলে দেখল না মা-বাবাকে। নির্মম নির্যাতনের শিকার হাসিনা জানাতে পারলো না কে তাকে এমনভাবে মেরেছে।
রাজধানীর মোহাম্মদপুর থানার টাউনহল এলাকার একটি বাসার গৃহকর্মী হাসিনা (১১) শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকের) শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
হাসিনার মৃত্যুর খবরটি জানিয়েছেন ঢামেকে ক্যাজুয়ালিটি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. মোস্তফা আল মামুন।
২০ মে রাতে অচেতন অবস্থায় শরীফুল নামে এক ব্যক্তি অচেতন অবস্থায় শিশু হাসিনাকে ঢামেকে ভর্তি করেছিলেন।
ডা. মামুন বলেন, ‘২০ মে অচেতন অবস্থায় ভর্তি ছিল হাসিনা। হাসিনার সিটিস্ক্যান করানো হয়েছিল। কিন্তু ইন্টারন্যাল ডেমারেজ পাওয়া যায়নি।’
তিনি জানান, হাসিনার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে, শিশুটি ঠিক কোন কারণে মারা গেছে।
এদিকে আদরের মেয়েকে হারিয়ে বিক্ষুব্ধ বাবা আবদুল সোবহান বলেন, ‘কারা করেছে আমার মেয়ের এমন অবস্থা! আমি তাদের দ্রুত বিচার চাই। আমার মেয়ের খুনিদের দ্রুত গ্রেফতার করা হোক।’
আবদুল সোবহান ও তার স্ত্রী সালমা বেগম হাসিনার সন্দেহ গৃহকর্ত্রী লিজার দিকে।
সালমা বেগম বলেন, ‘আমার সন্দেহ, লিজা ম্যাডামই আমার মেয়ের এমন অবস্থা করছে।’
লিজাদের বাসায় কাজে নিযুক্ত করলেও সে বাসার গৃহকর্তার নামটি জানা হয়নি তার।
এর আগে হাসিনাকে নির্যাতনের ঘটনায় সালমা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
এর আগে লিজাদের বাসায় অভিযানে গিয়েছিলেন মীর। তিনি জানান, বাসাটি তারা তালাবদ্ধ পেয়েছেন। তবে লিজা ও তার স্বামীর ব্যাপারে তারা খোঁজখবর নিচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন