নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের আটটি ম্যাচ

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পরের বছরই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। এর পর আরো দুবার কিউইদের দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল লাল-সবুজের দল। তবে এক সফরে আটটি ম্যাচ কখনো খেলেনি। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের মাহাত্ম্য তাই বাংলাদেশের জন্য অন্য রকম।
আজ শুক্রবার বাংলাদেশের সফরসূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে হবে প্রথম ওয়ানডে। ২৯ ও ৩১ ডিসেম্বর বাকি দুটি ওয়ানডের ভেন্যু নেলসন। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও হবে দুটি ভেন্যুতে। ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টির পর ৬ ও ৮ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে মাউন্ট মনগানুইয়ে।
সবশেষে হবে টেস্ট সিরিজ। ১২ জানুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ, শুরু হবে ২০ জানুয়ারি থেকে।
বাংলাদেশ নিউজিল্যান্ডকে তাদের মাটিতে কোনো ম্যাচে হারাতে পারেনি। তবে নিউজিল্যান্ডের মাটিতে জয় পেয়েছে মাশরাফির দল। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ৩১৮ রান তাড়া করে স্কটল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। আর অনেক লড়াই করেও কিউইদের কাছে হার মেনেছিল তিন উইকেটে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন