নিউমার্কেটে গেলে মেয়েরা সাবধান!
টুকটাক শপিং করতে আজ শুক্রবার রাজধানীর নিউমার্কেটে গেলাম। শপিং শেষে ফেরার পথে আমার বয়সী এক মেয়েকে দেখলাম ৪০ বছরের কাছাকাছি বয়সী এক নারীর সাথে ঝগড়া করছে। সাধারণত আমি এসব দেখলে এড়িয়ে চলি। কিন্তু দৃশ্যটি একটু অন্যরকম ঠেকল আমার কাছে। তাই অনিচ্ছা স্বত্তেও বিষয়টিতে জড়িয়ে গেলাম।
মেয়েটির অভিযোগ, সে যেই দোকানেই ঢুকছে অভিযুক্ত ওই নারী আরো ৫ জনসহ সেই দোকানেই যাচ্ছে। একসময় তারা তার ব্যাগ কেটে ভেতরের পার্স চুরি করে নিয়ে গেছে। তবে ওই মহিলা মেয়েটির সব অভিযোগ অস্বীকার করে। আমার গোয়েন্দা মন তখন উৎসুখ হয়ে উঠলো। পুরো ঘটনা শুনলাম। মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার সাথের বাকি মহিলারা কোথায়?
সে জবাব দিলো- তারা চলে গেছে। তখন একটু ঝাড়ি দিলাম (অর্থাৎ বাড়ি দিলাম)। আপনারা অনেক বেড়ে গেছেন। গত সপ্তাহেও ধরলাম, বলছিলেন আর করবেন না। তখন ছেড়ে দিছিলাম। আজকেও আবার করলেন। তখন সে ঝাড়ি শুনে বলল, ভুল হয়ে গেছে, আর করবো না। মেয়েটি এবার একটু আশ্বাস পেলো। আর আশেপাশের লোকজন যারা এতক্ষণ মজা দেখছিলো, তারা এখন সবাই মহিলাকে মারতে আসলো।
আমি বাধা দিয়ে বললাম, আগে চেক করে নেই। তখন ওই মহিলার ব্যাগ চেক করে দেখলাম ভেতরে আরো ২ টা পার্স ও কিছু ব্লেড। দুটো পার্সেই টাকা। কিন্তু কোন আইডি কার্ড নেই। থাকলে যাদের যাদের পার্স চুরি করেছে তাদের ব্যাগ ও বুঝিয়ে দিতাম।
যা-ই হোক, সন্দেহ ভাজন মহিলাকে কে যেন ভীড়ের মধ্যে মেরে বসল। আমি মহিলাকে টেনে ধরে পুলিশের কাছে নিয়ে গেলাম। সাথে সেই মেয়েটিকেও নিয়ে গেলাম। পুলিশের হাতে তুলে দিয়ে তাদেরকে সব ঘটনা বুঝিয়ে বললাম। আশা করি সেই মেয়েটির উপকার হয়েছে।
সাধারণ মানুষরা শুধু মারই দিতে জানে। যখন মেয়েটি অসহায়ের মতো মহিলাকে ধরে চিৎকার করছিল, তখন কেউ এগিয়ে আসেনি।
পুলিশ আশ্বস্ত করলো তারা সেই মেয়ের পার্স উদ্ধারে সহযোগিতা করবে। মেয়েরা একা নিউ মার্কেটে গেলে অবশ্যই সাবধান থাকবেন। সম্ভব হলে কাউকে নিয়ে যাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন