নিউ ইয়র্কে দোকান চালাচ্ছে বিড়াল
আমেরিকার নিউ ইয়র্কের দোকানে আজ থেকে ৯ বছর আগে এক ছোট্ট একটি বিড়াল এনেছিলেন এক কর্মী। নাম রেখেছিলেন বোবো। তারপর থেকে সেই দোকানই ঠিকানা বিড়ালটির। তবে এমনিই অন্ন ধ্বংস করা নয়, রীতিমত দোকানের কাজে সাহায্যও করে সে।
দোকানের কর্মীদের তুলনায় বিড়ালটির সঙ্গে দোকানের সম্পর্ক সবচেয়ে বেশি দিনের। এই নয় বছরের মধ্যে একদিনের জন্যও দোকানে অনুপস্থিত থাকেনি সে। সবার ছুটি আছে, তার নেই। তাই বর্তমান দোকান পরিচালকও বলছেন, বিড়ালটিই নাকি দোকানের কেনাকাটার বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ।
দোকানের কোথায় কে ঘুরছে, কি কিনছে, কিম্বা হাত সাফাই করে কেউ কিছু সরিয়ে নিলো কিনা, সবই দেখছে সে। বিড়ালের নজর এড়িয়ে নাকি কেউ বেরিয়ে যেতে পারে না দোকান থেকে। দোকানে ঢোকার মুখেই মাথা উঁচু করে বসে। আর সারাদিন ধরে দোকান চালায় বিড়াল। -আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন