নিখোঁজের ২০ দিন পর পাবনায় অটোবাইকচালকের লাশ উদ্ধার
নিখোঁজের ২০ দিন পরে অটোবাইক চালক শান্ত মোল্লার (২০) গলিত লাশ উদ্ধার করেছে র্যাব। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরের হাজিপাড়ার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত শান্ত মোল্লা ঈশ্বরদী পৌরশহরের নারিচা এলাকার লুলু মোল্লার ছেলে। গত ২০ অক্টোবর তিনি নিখোঁজ হন। পরে অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের স্বীকারোক্তি মোতাবেক আজ লিচু বাগান থেকে শান্তর গলিত লাশ উদ্ধার করে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অটোবাইকটি ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন ঈশ্বরদীর জয়নগর গ্রামের শান্ত সরদার (২২), চমন বিশ্বাস (২২), শাহজাহান প্রামাণিক (২১), মাসুদ (২১) ও রাজু সরদার (২২)।
র্যাব জানায়, নিহত শান্ত মোল্লার বাবা লুলু মোল্লাও অটোবাইকের চালক। বছর খানেক আগে তিনি শান্তকে একটি অটোবাইক কিনে দেন। শান্ত সেটি চালাতেন।
শান্তর চাচা শাবান মোল্লা জানান, ঘটনার দিন ২০ অক্টোবর সন্ধ্যায় শান্ত শহরের বকুলের মোড়ে ছিল। এ সময় মুঠোফোনে এক ব্যক্তি অটোবাইক ভাড়া নেওয়ার কথা বলে শান্তকে দাশুড়িয়া মোড়ে আসতে বলেন। মোড়ের লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, ফোন পেয়েই শান্ত রওনা দেয়। কিন্তু রাত ৮টার পরে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরের দিন ২১ অক্টোবর ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
র্যাব ১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বিনা রানী দাস বলেন, মূলত অটোবাইক ছিনতাই করার পর ছিনতাইকারীদের চিনে ফেলায় শান্তকে হত্যা করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ২১ অক্টোবর দায়ের করা জিডি এখন হত্যা মামলায় পরিণত হবে। তা ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা র্যাব ও পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন