নিজেকে বাঁচাতে এবার আগেভাগেই পদক্ষেপ নিলেন বিক্রম
সুপারমডেল সনিকা চৌহান মৃত্যু ঘটনায় ইতিমধ্যেই বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। নিজেকে বাঁচাতে এবার কী পদক্ষেপ নিলেন বিক্রম?
গত ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুপারমডেল সনিকা চৌহান। ওই গাড়িতে চালকের আসনে ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। এর পরে বিগত একমাসে বহু কিছু ঘটে গিয়েছে। বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের করা হয়েছে।
প্রথমে ৩০৪এ অর্থাৎ জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। ফরেনসিক রিপোর্ট আসার পরে পুলিশ সম্প্রতি ৩০৪ অর্থাৎ জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করে আলিপুর আদালতে। তবে পুলিশ এখনও বিক্রমের জামিন বাতিলের আবেদন করেনি।
তার আগেই বিক্রম কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করে রাখলেন। অর্থাৎ পুলিশ আবেদন করার আগেই তিনি আগেভাগেই এই পদক্ষেপটি নিয়ে রাখলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন