বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

দেখে নিন বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অতীতের সব পরিসংখ্যানগুলো

আজ ৫ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় লন্ডনের কেনিংটন ওভালে শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’র ম্যাচ। দুই দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে জিততে হবে। অনাথায় বিদায়ের ঘন্টা বেজে যাবে দুই দলের। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ইংল্যান্ডের কাছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের পয়েন্ট বৃষ্টিতে ভাগাভাগি হয়েছে। বাকি দুই দলের দুটি করে ম্যাচ। হারার উপায় নেই। ওই ম্যাচে চোখ রাখার আগে এই দুই দলের নানা পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে নিন।

১. বাংলাদেশের বিপক্ষে এর আগে খেলা ১৯ ম্যাচের ১৮টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ২০০৫ সালে কার্ডিফে বাংলাদেশ তাদের একমাত্র জেতা ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৫ উইকেটে।

২. এর আগে এই দুই দল একবারই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে। সেটি ২০০২ সালে, কলম্বোতে। ওই ম্যাচ ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ১২৯ রানে অল আউট হয়েছিল।

৩. ১৯৯৯ থেকে ২০১০ পর্যন্ত ওভালে টানা ৬ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু এখানে খেলা শেষ ২ ম্যাচে হেরেছে তারা।

৪. কেনিংটন ওভালে মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুই ম্যাচেই হেরেছে। একটি চলমান আসরে।

৫. অস্ট্রেলিয়া তাদের শেষ ১০ ম্যাচের ৭টিতে জিতেছে। শেষ দুই ম্যাচেই অবশ্য হেরেছে তারা।

৬. বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অস্ট্রেলিয়ার ইতিহাসের ৯০০তম ওয়ানডে। তাদের রেকর্ড : ৫৫৪টি জয়, ৩০৩টি হার, ৯টি টাই, ৩৩টি নো রেজাল্ট।

৭. ডেভিড ওয়ার্নারের ৪,০০০ রান হতে আর ৩৬ দরকার। ৯২ ইনিংস খেলেছেন। তার চেয়ে কম ইনিংসে কেবল ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ছেন দুজন, হাশিম আমলা ও ভিভ রিচার্ডস। বিরাট কোহলির লেগেছিল ৯৩ ইনিংস।

৮. জস হ্যাজলউড এই ম্যাচে খেলতে নামছেন মাত্র দ্বিতীয় বোলার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচে ৬ উইকেট শিকারের রেকর্ড নিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫২ রানে ৬ উইকেট ছিল তার। তবে সেরা ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার পারভিজ মাহরুফের ১৪ রানে ৬ উইকেট।

৯. তামিম ইকবাল ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচে ১২৮ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের ইতিহাসের শীর্ষ ৯ ওয়ানডে ইনিংসের ৬টিই তামিমের।

১০. মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান দুজনই এই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দেশের হয়ে সর্বোচ্চ ১৭৫ ওয়ানডে খেলার রেকর্ড স্পর্শ করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র

তাসকিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্টবিস্তারিত পড়ুন

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল