নিজের চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় যা বললেন শাকিব

গত মাস দুয়েক থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, এবারের জাতীয় চলচ্চিত্র ‘সেরা অভিনেতা’ হিসেবে বাজিমাত করতে পারেন দেশের সুপারস্টার শাকিব খান কিংবা জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। তবে দুইজন আর প্রতিদ্বন্দ্বি রইলেন না, বরং সেরা অভিনেতার পুরস্কারটি ভাগাভাগি করছেন তারা!
গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করে। এতে যৌথভাবে মাহফুজ আহমেদের সাথে শ্রেষ্ঠ নায়কের স্বীকৃতি পান শাকিব।
এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির জন্য এ পুরস্কারে ভূষিত হলেন তিনি। শুক্রবার বিকেলে গাজীপুরে ‘রংবাজ’-এর শুটিং স্পট থেকে জানালেন অনুভূতি।
শাকিব খান বলেন, ‘এই সিনেমার গল্প অনেকটা আমার জীবনের ছায়া অবলম্বনে ছিল। নিজের চরিত্রে অভিনয় করে দেশের সবচেয়ে বড় সম্মান পাওয়ায় আমি অনেক খুশি। এ খুশি আসলে ভাষায় প্রকাশ সম্ভব না। আমি অনেক বেশি কৃতজ্ঞ এ ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি। একই সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কর্তৃপক্ষকেও অনেক কৃতজ্ঞতা।’
তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি কাকে ‘উৎসর্গ’ করবেন? এই বিষয়ে জানতে চাইলে শাকিব বলেন, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাচ্ছেন না শাকিব খান। তিনি বলেন, ‘পুরস্কার তো এখনো হাতে পাইনি। আগে হাতে পাই তারপর উৎসর্গের ব্যাপারটি জানাব।’ তিনি আরো বলেন, ‘কাউকে না কাউকে তো উৎসর্গ করব! সেটা চমক হিসেবে রাখতে চাই।’
২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘খোদার পরে মা’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাকিব। এছাড়া ‘শিকারী’ ছবিতে অভিনয়ের জন্য চলতি বছর পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন