নিজের পিস্তলের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত
রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক টুকু গুলিতে নিহত হয়েছেন।
আজ রবিবার বিকেল ৪টার দিকে নগর ভবনের সামনে তার চেম্বারে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বিকেলে টুকু তাঁর চেম্বারে ছিলেন। ওই সময় বেশ কয়েকজন সেখানে বসা ছিলেন।
সেখানে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, জিয়াউল হক টুকু নিজের পিস্তল পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। পরে টুকুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত জিয়াউল হক টুকু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিস্তলটি উদ্ধার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন