নিজের ফাউন্ডেশন বন্ধের ঘোষণা ট্রাম্পের
নিজের দাতব্য ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, যেকোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে তিনি তা এড়িয়ে যেতে চান। যদিও তাঁর ফাউন্ডেশনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত চলছে।
নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, তদন্ত চলার মধ্যে ট্রাম্প তাঁর ফাউন্ডেশন বন্ধ করতে পারেন না।
শনিবার ট্রাম্প এক বিবৃতিতে জানান, বেশ কয়েক বছর ধরে তাঁর ফাউন্ডেশন অসংখ্য উপযুক্ত ব্যক্তিদের লাখো ডলার দিয়ে সহায়তা করেছে। এঁদের মধ্যে প্রবীণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিশুরা রয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে যেকোনো স্বার্থের দ্বন্দ্ব প্রতীয়মান হলে আমি ভিন্নভাবে মানবহিতৈষীমূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে হারিয়ে দেন রিপাবলিকান ট্রাম্প।
যদিও জনগণের সরাসরি ভোটের হিসাবে হিলারির চেয়ে প্রায় ৩০ লাখ ভোট কম পেয়েছেন ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন