নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তামিম

২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। তার ইনিংসের কারণে ১৯৪ রানের ইনিংস খেলেও পরাজিত দলে থাকতে হয়েছিল চার্লস কভেন্ট্রিকে। দীর্ঘদিন বাংলাদেশ লিস্ট ‘এ’ ক্রিকেটে এ ইনিংসটি ছিল সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। প্রায় আট বছর পর নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তামিম ইকবাল।
গত আসরে পাওয়া নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে ছিলেন না তামিম ইকবাল। দলের দ্বিতীয় ম্যাচ দিয়েই এবারের ডিপিএল শুরু করেন তামিম। প্রথম ম্যাচেই তান্ডব। তার ঝড়ে বিধ্বস্ত আশরাফুলের কলাবাগান।
১২৫ বলে ১৫৭ রানের ইনিংস খেলেন তামিম। এ ইনিংস দিয়ে ছাড়িয়ে যান নিজের ১৫৪ রানের ইনিংসটিকে। নিজের গড়া রেকর্ড ভেঙে নিজেই গড়েন নতুন রেকর্ড।
১৮ চার ও ৭ টি ছক্কা দিয়ে ১৫৭ রানের ইনিংসটি সাজান তামিম। স্ট্রাইক রেট ১২৫.৬০। ইনিংসটি যে একটি বিস্ফোরক ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।
তামিম ইকবালের লিস্ট এ ক্যারিয়ার এটি ১৩ তম শতক। এটিও একটি রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ শতক তামিমের।
ইনিংসের প্রথমে কিছুটা সাবধানি হয়ে ব্যাটিং করেন তামিম। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে তার ব্যাটের আগ্রাসন। প্রথম ৫০ রান ৬১ বলে করেন। এরপরের ৫০ করেন ৪২ বলে। শেষের ৫০ রানটা তুলেন মাত্র ২১ বলে।
এ ইনিংসের মধ্যে দিয়ে আরো এক কীর্তি গড়েছেন তামিম। লিস্ট এ ক্রিকেটে সাত হাজারের রান মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি। বর্তমানে তামিমের নামের পাশে লিস্ট এ ক্রিকেটে রয়েছে ৭১০০ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন