নিজ গ্রামে চিরনিদ্রায় সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত চার বাংলাদেশি শ্রমিকের মধ্যে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নিহত শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন, আবদুল ওহেদ ওরফে ওয়াসিম ও জামাল হোসেন মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই গ্রামেই তিন শ্রমিককে দাফন করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তিন বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছায়। এর পর আজ সকালে মরদেহগুলো নাটোরে নিয়ে যাওয়া হয়। এ সময় পুরো খাজুরা গ্রামে শোকের ছায়া নেমে আসে। খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিপুলসংখ্যক গ্রামবাসী। এ সময় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহানও উপস্থিত ছিলেন।
গত ১০ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন, আবদুল ওহেদ ওরফে ওয়াসিম, আমিনুল ইসলাম ও জামাল হোসেন মোল্লা নিহত হন। তাঁদের মধ্যে তিনজনের মরদেহ গতকাল দেশে এলেও কাগজপত্রের জটিলতার কারণে আসেনি আমিনুল ইসলামের মরদেহ। তবে আগামীকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন