নিজ বাসায় জবাই করে হত্যা গার্মেন্টস কর্মীকে
রাজধানীর সূত্রাপুরে এক গার্মেন্টস কর্মীকে নিজ বাসায় জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে গত মধ্যরাতে চাচাতো ভাইয়ের হাতে খুন হন ওই গার্মেন্টস কর্মী। তবে, পুলিশ অভিযুক্ত মূল হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি।
সোমবার রাত আড়াইটার দিকে পুলিশের ভ্যানে করে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় গার্মেন্টস কর্মী শেখ মনির হোসেন শাহিদকে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম আলী জানান অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় শাহিদের। হাসপাতালে নিহতের চাচা শেখ সামছুদ্দিন জানান, সম্পত্তির বিরোধের জেরে হত্যা করা হয় শাহিদকে।
নিহতের চাচী ঝর্ণা খান বলেন, ‘হত্যাকারী আত্মীয়তার সম্পর্কে নিহতের চাচাতো ভাই এবং বোনের জামাই। পারিবারিক সম্পত্তি নিয়ে এ বিরোধ চলছিল।’পুলিশের গাড়িতে করে হাসপাতালে আনা হলেও এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায় সূত্রাপুর থানা পুলিশ।
এদিকে, সূত্রাপুরের জাস্টিস লাল মোহন দাস লেনে হত্যার ঘটনাস্থলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় রয়েছে বাসার গলিপথ। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারী স্থানীয় প্রজন্ম লীগ নেতা বলেও জানান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের আত্মীয় স্বজনকে জেরা করলেও মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন