নিরাপত্তার চাদরে ঢাকা স্টেডিয়াম এলাকা
নিরাপত্তার ইস্যু দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই পথে হাঁটতে চেয়েছিল অস্ট্রেলিয়া ফুটবল দলও। তারা ফিফার কাছে আবেদন করেছিল নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে। কিন্তু ফিফা তো আর আইসিসি নয়। তাই অস্ট্রেলিয়ার আবেদন আমলে নেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তারা সাফ জানিয়ে দেয়, বাংলাদেশ নিরাপদ এবং সেখানে গিয়েই খেলতে হবে অস্ট্রেলিয়াকে।
তাই বাধ্য হয়ে এই ম্যাচ খেলতে সোমবার বাংলাদেশে এসেছে সকারুরা। তবে তাদের জন্য নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর, হোটেল, স্টেডিয়ামের আশেপাশ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়াম ও তার আশেপাশে। ম্যাচের আগের দিন থেকেই স্টেডিয়াম এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার আশাপাশ দিয়ে গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।
দুপুর থেকেই স্টেডিয়ামের আশপাশ এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। স্টেডিয়ামের আশপাশের ভবনগুলোর ছাদেও রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্টেডিয়ামে ঢুকতে বাইরের গেইটগুলো থেকেই তল্লাশি শুরু হয়। টিকিট ছাড়া কাউকে স্টেডিয়ামে ঢোকার প্রাথমিক গেইট-ই পার হতে দেওয়া হয় না। টিকিট থাকলেও তল্লাশি করা হচ্ছে।
এরপর মূল গেইটে এসে আরো একবার তাদের শরীর তল্লাশি করা হচ্ছে। গ্যালারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি। রয়েছে মাঠের আউটফিল্ডেও। এই প্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্টেডিয়ামে দর্শকদের দিকে মুখ করে থাকতে দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্টেডিয়াম ও এর আশপাশের পুরো এলাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন
ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন