নির্বাচনের জন্য ইউরোপিয়ান কমিশনের হস্তক্ষেপ কামনা : বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন ইউকের
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি এবং মধ্যবর্তী নির্বাচনের জন্যে ইউরোপিয়ান কমিশনের হস্তক্ষেপ কামনা করে মঙ্গলবার ওভারসিজ স্টুডেন্ট অর্গানাইজেশন ‘ উদ্যোগে ইউরোপিয়ান কমিশন ইউকের নিজস্ব কার্যালয়ে সংগঠনের চেয়ারপারসন আতা উল্লাহ ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে দেশে গুম, খুন, ক্রসফায়ার ও রাজনৈতিক নির্যাতন, গনতান্ত্রিক পরিস্থিতি এবং ৫ই জানুয়ারীর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান তুলে ধরা হয় এবং গ্রহণযোগ্য নির্বাচন না হলে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রে বিপর্যয় নেমে আসতে পারে বলে তুলে ধরা হয় স্মারকলিপিতে। বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র খুবই নাজুক ও হতাশাজনক; তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আরেকটি নতুন নির্বাচনের আয়োজন করা উচিত।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এস এইচ সোহাগ, সদস্য মুজিবুর রহমান, ইমাদ উদ্দিন রানা, মাহমুদুল হাসান, মোহাম্মদ তওফিক, লুৎফুর রহমান, মাহবুব হাসান তোপা , হাসান আহমদ শিপন, নিহাদ আহমদ সুপ্ত সহ আরো অনেকে ।
স্মারকলিপিতে আরো বলা হয়, দেশের বৃহত্তম রাজনৈতিক জোটের রাজনৈতিক কর্মকান্ড ও অবাধ চলাচল বন্ধ করার জন্য পুলিশ কর্ডন এবং ইট-বালু, ময়লার ট্রাক দিয়ে তাঁর কার্যালয় অবরুদ্ধ করে রাখা হচ্ছে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। মানবিক মর্যাদাকে সমুন্নত রাখার পরিবর্তে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় টাকায় কেনা বুলেট দিয়ে রাজপথে মানুষের জীবন কেড়ে নিচ্ছে। যাত্রীবাহি গাড়িতে পেট্রোল বোমার আঘাতে সাধারণ মানুষের জীবনহানি ঘটছে। বিষয়টি অনাকাঙ্খিত এবং খুবই বেদনাদায়ক।
আলাপ আলোচনার মাধ্যমে সঙ্কট নিরসনের পরিবর্তে রাষ্ট্রীয় বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে। বিচারালয় থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন