নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ভোট গ্রহণ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হলে তিনি ফল মেনে নেবেন।
আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন সাখাওয়াত।
নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ১০ মিনিটে ভোট দেন সাখাওয়াত হোসেন খান। এর পর তিনি ওই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাখাওয়াত বলেন, তিনি একটি কেন্দ্র দেখেছেন। সেই কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু সারা দিন রয়ে গেছে। কোন কেন্দ্রে কী ঘটনা ঘটবে, তা এখনই বলা যাবে না। সর্বশেষ পরিস্থিতি দেখে আবার সাংবাদিকদের সঙ্গে তাঁর কথা হবে।
বিএনপির মেয়র প্রার্থী বলেন, তাঁর প্রত্যাশা নাসিকে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার দৃষ্টান্ত স্থাপন করবে।
এক প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে, তিনি ফল যা-ই হোক, মেনে নেবেন।
সকাল ৮টায় নাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এক মেয়র পদসহ ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্যপদে ১৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন