নিষ্ঠুর এক খেলা

ভূত বলে আসলে কিছু নেই এটা সবাই জানি এবং মানি। তারপরও রোমাঞ্চকর অনুভূতি পেতে ভূতের সিনেমা দেখতে আমরা অনেকেই পছন্দ করি।
আর ভৌতিক বিষয়ে মানুষের এই আগ্রহের দরুন বাস্তবেই ভয়ংকর ভৌতিক অভিজ্ঞতা দিতে রয়েছে কৃত্রিম পরিবেশের বিভিন্ন হন্টেড হাউজ। ভয়ংকর বিনোদনমূলক খেলা হিসেবে পরিচিত এসব হন্টেড হাউজ।
যেখানে মানুষের ভৌতিক অভিজ্ঞতা বা আকাঙ্ক্ষার সবটুকু স্বাদ মিটাতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক অনেক কলাকৌশল, ব্যবহার হয়েছে অনেক অত্যাধুনিক প্রযুক্তি, সহযোগিতা নেয়া হয়েছে হলিউডের অনেক নামিদামী ইফেক্ট ডিজাইনারদের।
হন্টেড হাউজে থাকা অভিনেতারা মৃতদেহ, পিশাচ, খুনি, পাগল চিকিৎসক সহ নানা ভয়ংকর রূপে আপনার ওপর ঝাপিয়ে পড়বে, ঠিক যেমন সিনেমায় দেখা যায়। ভয়ংকর নানা পরিস্থিতিতে ফেলে আপনাকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করা হবে। প্রবেশকারীদের দীর্ঘ সময় ধরে ভয় দেখানো চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না তারা কান্নাকাটি শুরু করে দেয় যাতে তাদের ছেড়ে দেয়া হয়, তারা ভুল করেছে।
অংশগ্রহণকারীকে সর্বোচ্চ পরিমানে ভীত করাই হন্টেড হাউজের উদ্দেশ্যে। হন্টেড হাউজে প্রবেশ আপানার সারাজীবনের জন্য একটা দুঃস্বপ্ন হিসেবে রয়ে যাবে। এ ধরনের ভয়ংকর কিছু হন্টেড হাউজ নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্বে আরো কিছু হন্টেড হাউজ সম্পর্কে জেনে নিন।
* দ্য থারটিন্থ গেট- ব্যাটন রুজ লুইজিয়ানা
অবস্থান: ব্যাটন রুজ লুইজিয়ানা
এই হন্টেড হাউজের বিশেষত্ব হলো, ছোট একটা গুহার মধ্যে আপনাকে থাকতে হবে অনেকগুলো জীবন্ত সাপের সঙ্গে|
এই হাউজটিতে বাস্তবতা এবং কল্পনার এক বিশেষ মেলবন্ধন পাওয়া যায়| এখানে আপনাতে জীবন্ত সাপ দ্বারা পরিপূর্ণ একটি জলাধারের মধ্যে দিয়ে হাঁটতে হবে, মাটির নিচে থাকা গভীর সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে, বিভিন্ন জাদুকরী পরিবেশের মধ্যে লড়াই করতে হবে, বিকারগ্রস্ত ডাক্তারদের মোকাবেলা করতে হবে। তবে তাদের সঙ্গে লড়াইটা অনেক কঠিন কারণ তারা ধারালো করাত নিয়ে দাঁড়িয়ে থাকে।
দুঃস্বপ্ন এসবের মধ্যেই শেষ নয়, চলতেই থাকবে কারণ আপনাকে শোয়ানো হবে ৪০,০০০ স্কয়ার ফিটের বিশাল এক কবরস্থানের মধ্যে। এবং কবরস্থানটিতে থাকা মৃত লাশরা জীবিত হয়ে আপনাকে নানাভাবে জ্বালাতন করতে থাকবে। আপনার কাজ হবে এদের হাত থেকে বেঁচে এই কবরস্থান থেকে পালানোর।
* পেনহার্স্ট অ্যাসাইলাম
অবস্থান: স্প্রিং সিটি পেনসিলভানিয়া
এখানে আপনাকে সত্যিকারের কিছু প্যারানরমাল অনুসন্ধানে বের হতে হবে। এই হন্টেড হাউজটি ১৯০৮ সালের একটি মানসিক হাসপাতালের প্রশাসনিক ভবনে গড়ে তোলা হয়েছে, তাই বাস্তবে এটাকে অনেক ভীতিকর একটা স্থান মনে হয়। এটার পুরাতন স্যাঁতস্যাঁতে দেয়াল এবং আপনাকে নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি নির্ধারিত কক্ষ রয়েছে, যা অনেক ভয়ংকর পরিবেশ তৈরি করে| বাস্তবে আগে এই হাসপাতালের জমির ৯০০ ফুট নিচে জলাভূমি পূর্ণ একটি অন্ধকার সুড়ঙ্গ ছিল- যা অনেক পুরোনো সমাধির| এই সুড়ঙ্গটা আগে ব্যবহৃত হতো মানসিক বিকারগ্রস্ত এবং মৃগীরোগে আক্রান্ত রোগীদের বন্দী করে রাখার কাজে|
এছাড়াও হাউজটির পরের আরেক ভয়ংকর স্থান হচ্ছে, বিশাল শয়নালয়, যা অতীতে বিভিন্ন অস্বাভাবিক ঘটনার জন্য লোকমুখে খুব জনপ্রিয়। এটি গোস্টবাস্টার্স দ্বারা স্বীকৃত সবচেয়ে ভয়ংকর ভৌতিক জায়গা। সুতরাং বুঝতেই পারছেন আপনাকে এখানে চরম ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। এই জায়গায় আপনাকে একটা টর্চ হাতে দিয়ে ছেড়ে দেয়া হবে।
* হন্টেড ওভারলোড
অবস্থান: লি, নিউ হ্যাম্পশায়ার
এটার বিশেষত্ব হলো, এই জায়গাটা কোনো বদ্ধ জায়গা না, এটা একটা উন্মুক্ত খোলা স্থান অর্থাৎ আউটডোর ব্যবস্থার এবং ভয় পাওয়ার মতো অনেক ব্যবস্থা রাখা হয়েছে এখানে।
নিউ ইংল্যান্ডের জঙ্গলে এটি গড়ে তোলা হয়েছে। স্থানটিকে আশ্চর্যজনক করতে ব্যবহার করা হয়েছে অনেক ধরনের প্রপস। এখানে ব্যবহার করা হয়েছে ঘন কুয়াশা, ক্লাউন মানুষ, ভৌতিক আলোর পণ্য, যার মধ্যে একটি ৬০ ফিট লম্বা। এছাড়া রয়েছে অনেকগুলো মাথাকাটা ঘোড়া মানব, ডাইনি, পিশাচ, নেকড়ে মানব। সবকিছু মিলিয়ে একটা অনন্য কাল্পনিক ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছে হন্টেড ওভারলোডে।
* এরিবাস
অবস্থান: পন্টিয়াক, মিশিগান
এরিবাস হন্টেড হাউজে অংশগ্রহণকারী প্রায় অনেকেই স্বীকার করেছেন, তারা যখন এ হন্টেড হাউজ থেকে বের হয়েছে, বমিতে সম্পূর্ণভাবে ভিজে ছিলেন তারা।
মিশিগান বিশ্বের হন্টেড হাউজের রাজধানী হিসেবে খ্যাত, কারণ এখানে একটি ৫০ মাইল এলাকার মধ্যে প্রায় ৭০টি হন্টেড হাউজ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, এরিবাস। এখানে ভয়ের চোটে আপনি প্যান্টে প্রস্রাব করে দিতে পারেন। কারণ অনেক অংশগ্রহণকারীরা স্বীকার করেছেন যে, এখানে মাত্র আধ মাইল পার হতে না হতেই তারা বমি কিংবা প্রস্রাব করে নিজেদের প্যান্ট ভেজা অবস্থায় পেয়েছেন।
এরিবাস এর নামকরণ করা হয়েছে গ্রিকের অন্ধকার দেবতার নামে। সুতরাং এখানে এরিবাসের অনন্য সব অনুচরগুলো আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে, আপনাকে কামড়াবে, এমনকি মাটিতে জীবন্ত গেড়েও দিতে পারে। তাদের অনন্য সাউন্ড ইফেক্ট আছে, যা আপনাকে পুরো বিষয়টাকে আরো ভৌতিক করে দেবে। তাদের পোশাক-পরিচ্ছদ সবকিছুই আসল, যেটা কিনা বাকি সকল হন্টেড হাউজ থেকে এরিবাসকে আলাদা পর্যায়ে নিয়ে গেছে। আপনি যখন কোনো জলাধার পার হতে চেষ্ঠা করবেন ঠিক ওই সময়ে বিভিন্ন ধরনের পিশাচ-পেত্নীরা আপনাকে জলাধারটা পার হতে বাধা দেবে। আর যখন দেবতা এরিবাসের অনুচরগুলো আপনাকে আক্রমণ করবে তখন আপনাকে রক্ষা করতে আংকেল ফ্রেডি এসে আপনাকে উদ্ধার করবে। এটাই আপনার সৌভাগ্যের একটি কারণ হবে।
* স্কার হাউজ: দ্য বেজমেন্ট
অবস্থান: পিটসবার্গ, পেনসিলভানিয়া
এই হন্টেড হাউজের বিশেষত্ব হলো- এখানে আপনাকে ইলেকট্রিক শক দেওয়া হবে এবং শারীরিক আঘাত করা হবে।
এই ভয়ংকর জায়গাটিতে আপনাকে হামাগুড়ি দিয়ে পার হতে হবে অনেকটা পথ এবং এরই মধ্যে আপনার মাথাবন্দি করা হবে তালা দিয়ে, গালাগালি করা হবে, সেই সঙ্গে ধাক্কাধাক্কিও সহ্য করতে হবে আপনাকে। এখানে একটা পর্যায়ে আপনাকে ছুরি দিয়ে কাটার চেষ্টা করা হবে এবং যারা এই কাজের জন্য নিয়োজিত থাকে, তারা সবাই বলতে থাকবে যে, তারা আপনার শরীরের প্রত্যেকটা অংশ কেটে টুকরো টুকরো করে ফেলবে বাদ যাবে না একটি অংশও। পুরো একটা মেডিকেল অপারেশনের মতো পরিবেশ তৈরি করা হয় যা খুবই ভয়ানক। তারা এমতাবস্থায় আপনাকে ইলেকট্রিক শক দিতে থাকবে, যেটা আপনাকে আরো ভীত সন্ত্রস্ত করে দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন