নেইমার-সুয়ারেজে উড়ন্ত বার্সা

লিওনেল মেসির অভাবটা যেন বুঝতেই হচ্ছে না বার্সেলোনাকে। বৃহস্পতিবার রাতে ন্যু ক্যাম্পে ব্যাটে বরিসভকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা। দুই ম্যাচ হাতে রেখে তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেন থেকে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে কাতালানরা।
বার্সার হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। যার একটি এসেছে পেনাল্টি থেকে। অপরদিকে উরুগুইয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজ করেছেন এক গোল। নেইমার-সুয়ারেজের নৈপুণ্যের দিনে গ্রুপের অপর ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমা প্রথম জয় পেয়েছে। বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে রোমা ম্যাচ জিতেছে ৩-২ গোলে।
এই জয়ে উচ্ছ্বসিত বার্সা কোচ লুই এনরিক বলেছেন, ‘এই ম্যাচের ফল নিয়ে আমি খুশি। আসলে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ জয়ই সহজ নয়। এখন আমাদের লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য আমাদের পরবর্তী ম্যাচে রোমাকে হারাতে হবে।’ যেই ম্যাচটি আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন