নেকলেসের মতো সমুদ্র ঢেউ!
অনেক গবেষণা করে এখনও এর রহস্য বের করতে পারেননি বিশ্বের কোন বিজ্ঞানী। ইংল্যান্ডের ডরসেট-জোরাসিক সমুদ্র সৈকতে অদ্ভুত রকমের এ ঢেউ আছড়ে পড়ে প্রতিদিন।
শুধু জোরাসিক নয়, রিংস্টিড সৈকতেও একই রকম দৃশ্য দেখা যায়। এমন কী আমেরিকার প্রধান পয়েন্ট রেইজের পালোমারিন সৈকতেও এমন ঢেউ দেখা যায়।
বার বার এই ঢেউ আছড়ে পড়ায় নেকলেসের আকার নেয় গোটা সমুদ্র তট। কিন্তু কী ভাবে হয়? কেন হয়? এর ব্যাখ্যা এখনও পর্যন্ত দিতে পারেননি বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীরা মনে করেন, এই রকম ‘বিচ কাস্পস’ ঢেউ তৈরি হয় ঝড় হাওয়ার সময় বা তার পরে। এ রকম ঢেউ তৈরি হওয়ার পিছনে নানা তত্ত্ব দাঁড় করলেও কোন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি তাঁরা।
তবে বিজ্ঞানীদের একাংশের মতে, সমুদ্রের ঢেউ বার বার আছড়ে পড়ে সৈকতে থাকা নুড়ি-পাথরগুলি নির্দিষ্ট আকার তৈরি করে। নেকলেসের মতো এই রকম আকার সৈকত বরাবর তৈরি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন