শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নোকিয়ার অদ্ভুত কিছু ফোন, যা একসময় সবার স্বপ্ন ছিল

মোবাইল ফোনের জগতে নোকিয়া একসময় বিপ্লব এনছিল। নোকিয়ার নানা ধরনের মোবাইল ফোন ছিল বহু মানুষের স্বপ্নের মতো। এ লেখায় রয়েছে তেমন কিছু ফোনের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।

১. নোকিয়া ৭৬০০
২০০৩ সালে নোকিয়া বাজারে আনে ৭৬০০ মডেলের ফোনটি। এর আকার অনেকটা পানির ফোটার মতো। দুই হাতে এটি ধরার জন্য ডিজাইন করা হয়েছিল (ওপরের ছবি)।

২. নোকিয়া ৭২৮০
নোকিয়া ৭২৮০ মডেলটিকে লিপস্টিক ফোন হিসেবেই ডাকা হত। এটি ২০০৫ সালে রিলিজ করা হয়। এতে কোনো কিবোর্ড ব্যবহৃত না হলেও ছিল একটি স্পিনার, যার মাধ্যমে ডায়াল করা যেত নম্বর।

৩. নোকিয়া ৩৬৫০
নোকিয়া ৩৬৫০ মডেলটিতে রাখা হয়েছিল একটি সার্কুলার কিপ্যাড। ২০০২ সালে সিমবিয়ান ফোনটি রিলিজ করা হয়।

৪. নোকিয়া এন৯০
নোকিয়া এন৯০ ফোনটি ভিডিও ক্যামেরা সমৃদ্ধ এবং অনেকটা ক্যামকর্ডারের মতো দেখতে। ২০০৫ সালে এটি বাজারে ছাড়া হয়। এতে ছিল ২ মেগাপিক্সেল ক্যামেরা, কার্ল জেইস লেন্স ও এলইডি ফ্ল্যাশ।

৫. নোকিয়া ৬৮০০
নোকিয়া সাধারণ কিবোর্ড মোবাইল ফোনে সংযোগের চেষ্টা করেছিল ৬৮০০ মডেলে। এ মডেলটিতে ছিল বড় ফ্লিপ কিবোর্ড।

৬. নোকিয়া ৩২৫০
সঙ্গীতপ্রেমীদের জন্য নোকিয়া বাজারে এনছিল নোকিয়া ৩২৫০ মডেলটি। এ ফোনটিতে ছিল এমপি৩ মিউজিক চালানোর জন্য বেশ কয়েকটি আলাদা বাটন।

৭. নোকিয়া ৭৩৭০
নোকিয়া ৭৩৭০ দেখতে অনেকটা স্লাইড ফোনের মতো। তবে এটি ছিল বাস্তবে ১৮০ ডিগ্রি সুইভেল ফোন। ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্যই এটি তৈরি হয় ২০০৫ সালে।

৮. নোকিয়া ৭৭০০
নোকিয়ার এ মডেলটি ছিল প্রথম মাল্টিমিডিয়া স্মার্টফোন। তবে ২০০৩ সালে এ ফোনটির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কখনোই বাজারে আসেনি।

৯. নোকিয়া ৭৭১০
৭৭০০ মডেলের পরবর্তী সংস্করণ ছিল এটি। নোকিয়া প্রথম টাচস্ক্রিন আনে এ স্মার্টফোনটিতে। ২০০৪ সালে বাজারে আসে এ ফোনটি। এতে ছিল স্যাটেলাইট নেভিগেশন, এক মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং ও এমপি৩ চালানোর ব্যবস্থা।

১০. নোকিয়া এন-গেজ
মোবাইল ফোন ও হাতে বহনযোগ্য গেইমিং কনসোলের মধ্যে একটি অনবদ্য সমন্বয় করা হয়েছে এ ফোনটিতে। ২০০৩ সালে রিলিজ করা হয় এ ফোনটি।

১১. নোকিয়া ৫৫১০
নোকিয়া এন-গেজের পূর্ববর্তী সংস্করণ এটি। ২০০১ সালে রিলিজ করা হয় এ ফোনটি। এতে ছিল ৪৫টি কি। দাম ২০০ ডলার।

১২. নোকিয়া ৮৯১০আই

নোকিয়ার প্রথম বিজনেস ফোন নোকিয়া ৮৯১০আই। এতে ছিল টাইটানিয়াম কেসিং, যে কারণে ফোনটি সব সময় ঠাণ্ডা থাকত। দাম ছিল ৪০০ ডলার।

১৩. নোকিয়া জি২০১আই কমিউনিকেটর
২০০২ সালে বাজারে ছাড়া হয় নোকিয়ার এ ফ্লিপ-ওপেন কোয়ার্টি কিবোর্ডের ফোনটি। অনেকটা মিনি ল্যাপটপ ধরনের এ স্মার্টফোনটি দিয়ে এসএমএস, এমএমএস, ইমেইল ও ফ্যাক্স করা যেত। এতে ছিল ডকুমেন্ট ভিউয়ার এবং ভিডিও প্লেয়ার।

১৪. নোকিয়া ৭৬২০
নোকিয়া ২০০৫ সালে বাজারে ছাড়ে ৭৬২০ মডেলটি। এতে ছিল পলিফোনিক রিংটোন। এর ওজন ছিল ৭৭ গ্রাম।

১৫. নোকিয়া ২৩০০
বিভিন্ন রঙে বাজারে ছাড়া হয় নোকিয়ার এ অদ্ভুত কিবোর্ডের ফোনটি। এতে ছিল স্নেক ২, স্নেক ইমপ্যাক্ট+ গেমস, ক্যালকুলেটর, স্টপওয়াচ, পিকচার মেসেজিং ও সামনের ও পেছনের কভার পাল্টানোর ব্যবস্থা।

১৬. নোকিয়া ৩২০০

২০০৩ সালে বাজারে ছাড়া হয় নোকিয়ার ৩২০০ মডেলটি। এতে ছিল গোল কি ও পাল্টোনোর মতো কভার।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!