নোট বাতিলের ধাক্কায় ৪৮ ঘন্টায় সোনাগাছিতে আয় ৫০ লাখ!
টাকা চাই,টাকা কই? এই নিয়ে গোটা দেশ যখন উত্তাল৷ টাকার অভাবে তখন মার খাচ্ছে প্রায় সমস্ত ব্যবসা৷ বেশ রমরমিয়ে চলছে সোনাগাছির ব্যবসা৷ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম রেড লাইট এরিয়া হল সোনাগাছি,যা এখন ফুলে-ফলে ফুটে ওঠেছে৷
সোনাগাছির একজন যৌনকর্মী জানিয়েছে, তারা ৪৮ ঘন্টায় আয় করেছে ৫০ লাখ টাকা৷ যা এর আগে কখনও তারা ৪৮ ঘন্টার মধ্যে উপার্জন করেনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ নভেম্বর দেশের কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল৷ তারপর থেকেই দেশজুড়ে যেন হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ দোকান বাজার, কোথাও ৫০০-১০০০ এর নোট নেওয়া হচ্ছে না৷ সবাই প্রায় চেষ্টা করছেন তাদের হাতে থাকা ৫০০-১০০০ এর নোট যেভাবে হোক দিয়ে তার পরিবর্তে ১০০ টাকার নোট নিতে৷ এই পরিস্থিতিতে ভিড় জমাচ্ছে সোনাগাছিতে৷
সেক্স ওয়ার্কার অর্গানাইজেশন ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’ র মেন্টর ভারতী জানিয়েছে,যারা টপ ক্যাটাগরির কাস্টোমার ডিল করে তারা কোনও সমস্যায় পরছে না,কিন্তু যারা ৩০০ ও ৪০০ টাকা কাস্টোমারদের থেকে নেয় তারা পরছে সমস্যায়,কারণ তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ৫০০ টাকা তার ফলে তারা পরছে ফ্যাসাদে৷ কিন্তু তারা কাস্টোমার ফিরিয়ে দিচ্ছে না৷ তারা বলছে, এই টাকা তারা ফিরিয়ে দিলে কাস্টোমার হারাবে৷ তাই তারা ব্যবসার খাতিরে টাকা নিচ্ছে৷ তারফলে ভিড় যেন উপছে পরছে৷
এই ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’র তত্ত্বাবধানে কাজ করে ১.৩ লাখ যৌনকর্মী৷ গত দু-দিনে সোনাগাছিতে আয় হয়েছে ৫০ লাখ টাকা৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন