নোয়াখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতার মৃত্যু !!
নোয়াখালী হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন মারা গেছেন।
রোববার বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আশরাফ উদ্দিন যুবলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আফাজিয়া বাজারে প্রথমে প্রতিপক্ষ মহিনের কয়েকজন সমর্থককে মারধর করে মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন।
এনিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা আশরাফ উদ্দিন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আশরাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন