শনিবার, মে ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বৈশাখের নতুন জামা কেনা হলো না তামান্নার, পেল কাফনের কাপড়

পহেলা বৈশাখে নতুন জামা পরার খুব সাধ ছিল শিশুটির। নতুন জামা পরে সে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে ছোটাছুটি করবে, খেলবে।

মায়ের কাছে তার বায়না জানিয়ে প্রতিশ্রুতিও আদায় করে নেয় তামান্না আক্তার (৬)।

রোববার বিকালে নতুন জামা কিনে দেয়ার কথা ছিল। কিন্তু তামান্না তার পছন্দের জামা নয়, পেল কাফনের কাপড়।

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তামান্না।

রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তারপাড়া গ্রামের আবদুল হাকিমের মেয়ে। বাবা-মায়ের সঙ্গে সে বরামা ইউনিয়নের কায়েতপাড়ায় ভাড়া বাসায় থাকত। তামান্না বরামা চৌরাস্তা মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। এরপর ক্ষুব্ধ জনতা বরমী-শ্রীপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

শিশুটির মা সাজেদা আক্তার জানান, গত চার-পাঁচদিন আগে তার মেয়ে বায়না ধরে- পহেলা বৈশাখে নতুন একটি জামা কিনে দিতে। সামর্থ্য না থাকায় মেয়েটিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায়নি। অবশেষে মেয়েকে নতুন জামা কিনে দেয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন তিনি।

তিনি আরও জানান, তার স্বামী প্রতি রোববার সাপ্তাহিক মজুরি পান। মজুরি পাওয়ার পর রোববার বিকালে মেয়েকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা ছিল তাদের।

সকালে ঘুম থেকে ওঠেই তাকে দেয়া কথা মনে করিয়েও দেয় তামান্না। এরপর খুশিমনে সে বিদ্যালয়ে যায়। দুপুর সোয়া ২টার দিকে বিদ্যালয় ছুটির পর বরমী-শ্রীপুর সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তামান্না। এসময় বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনা জেনেছি। ট্রাকচালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন

ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান

গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার
  • ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনসহ সকল তেলের মূল্যবৃদ্ধি
  • পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত
  • ঢাকাতে রাত ১১টার পর মহল্লার চা দোকান বন্ধের নির্দেশ
  • অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি
  • সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
  • পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
  • ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল