নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই
নোয়াখালীর পৌরসভার সোনাপুর বাজারের ধানের আড়ৎ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। আজ রাত ৮টার দিকে একটি লেপ তোষক তৈরির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, লেপ-তোষকের দোকান, ষ্টেশনারি দোকান ,মুদি দোকান, ঔষধের দোকান , গ্রীল ওয়ার্কশপের দোকানসহ ১৫টি বড় দোকান ও বেকারী, মনোহরী, সেলুন দোকানসহ ৭টি ছোট দোকান।
সোনাপুর পৌর বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জামাল নাসের লিটন জানান, সোনাপুর বাজারের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্র হয়। পরে মুুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাইজদী, চৌমুহনী ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মাইজদী ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারি পরিচালক হুমায়ন কবির বলেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয় ক্ষতির হিসাব এখনো নিরুপণ করা হয়নি। এ সময় আগুন নিভাতে গিয়ে ধোয়ায় আচ্ছন্ন হয়ে রুবেল ও পারভেজ নামের দুই বেকারী শ্রমিক আহত হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন