নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা নিহত, লুটপাট-অগ্নিসংযোগ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত কামাল উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলী আহাম্মদ মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার বাঁধের হাট নামক স্থানে চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আজাদ ও একই ইউনিয়নের মেম্বার রবিন্দ্র দাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় রবিন্দ্র গ্রুপের সমর্থক স্থানীয় আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন গুলিবিদ্ধ হন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে একই সন্ত্রাসী গ্রুপ চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজারে হামলা চালিয়ে রবিন্দ্র দাসের দোকানসহ ১০টি দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরর্শেদ লিটন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন