নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ
বৃহত্তর নোয়াখালী জেলা ও পাশ্ববর্তী জেলা-উপজেলা সমূহকে নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হচ্ছে।
রবিবার জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে যৌথভাবে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ ও অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নোয়াখালী পেইজ’ এ কর্মসূচি পালন করছে।
কর্মসূচিতে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছে।
সকাল ১০টায় থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের প্রধান সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানবন্ধন ও দিনভর গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দিন শাহীন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সদরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে নোয়াখালী পেইজের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাম্মেল হোসেন মিলন, জেলা জজ আদালতের জিপি কাজী মানছুরুল হক খসরু, পৌর বণিক সমিতির সভাপতি সাইফুদ্দীন সোহান ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন