‘নৌকার মানুষ কখনো মানুষকে বঞ্চিত করে না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় যখন মানুষ ভোট দেয়, তখন দেশের উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে মানুষ কখনো বঞ্চিত হয়না। এই নৌকায় ভোট দেয়ার কারণেই দেশ স্বাধীন হয়েছে। দেশের উন্নয়ন হচ্ছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় এসে, মানুষ খুন করে। শুধু তাই নয়, তারা নির্বাচন বানচালের নামে মানুষ ও পশুসহ অসংখ্য জীব-জন্তুকে পুড়িয়ে মেরেছে।
আজ বৃহস্পতিবার বিকালে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অন্য, শিক্ষা, বাসস্থান নিশ্চিত করার জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন তিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। তার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, অন্যদিকে বিএনপি সরকার ক্ষমতায় আসলে দেশে খুন, ধর্ষণ, জুলুম নির্যাতন বেড়ে যায়। তারা এ দেশের উন্নয়ন চায় না। তারা খুন খারাপিতে বিশ্বাসী। মানুষের উন্নয়নে তাদের মনে জ্বালা ধরে।
এ সময় বগুড়ায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন