শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌকায় ভোট দিলে দেশের উন্নতি হয়: ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুদাম খালি নাই। বন্যায় যা চাবেন তার চেয়ে বেশি পাবেন। দেশের উন্নয়নের জন্য নৌকার দরকার। নৌকায় ভোট দিলে দেশের উন্নতি হয়, আপনারা শান্তিতে থাকেন। ”

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়া আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

মন্ত্রী বলেন, “এখন বন্যার পানি নেমে গেছে। বন্যাকবলিত ৮০ থেকে ৯০ ভাগ মানুষ ঘরে ফিরেছেন। এখন তাদের খাওয়ার পাশাপাশি গৃহ নির্মাণের ব্যবস্থা করতে হবে। আগামী আরো এক থেকে দেড় মাস আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করব। ” বন্যা মোকাবেলায় বাঁধ রক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, “বাঁধ রক্ষা করা গেলে আমরা রক্ষা পাব। এ কারণে বাঁধ সুরক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ”

এ সময় মন্ত্রী টেপাখড়িবাড়ি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কারে ৫০ মেট্রিকটন চাল, একটি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বন্যার্তদের জরুরি প্রয়োজনে ইঞ্জিনচালিত নৌকার জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন।

অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনরা সঠিক সময় সঠিক তথ্য তুলে ধরেন, সঠিক কথাগুলো বলেন। আপনাদের মধ্যে কেউ কেউ বেশি কথা বলেন। আপনারা আমার চোখ খুলে দিয়েছেন, যেখানে যাই সেখানে এক একটা সুন্দর প্রশ্ন করেন। এখানেও সাংবাদিক ভাই আমাকে বাঁধের কথা বলতে বলেছেন, এজন্য আমি ধন্যবাদ জানাই। তারা মানুষের কথা বলেছেন, তারাই সত্যিকারের মানুষের দরদি। যারা সত্যিকারের সাংবাদিক তারা সত্য কথা বলেন। আমরা তাদেরকে স্যালুট করি, সম্মান করি। আপনাদের সহযোগিতা সবসময় চাই। ”

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, ওই অনুষ্ঠানে মন্ত্রী দুই হাজার ৭২৫ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল, চিনি, লবণ, চিড়া, আধা কেজি করে মুড়ি, এক লিটার করে সোয়াবিন তেল এবং এক ডজন করে মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করেছেন। পরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে