শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌবাহিনীতে নয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের প্রক্রিয়া জেনে নিন..

বিভিন্ন পদে লোকবল নেবে বাংলাদেশ নৌবাহিনী। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী মোট নয়টি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ নৌবাহিনীতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ) এবং টোপাস পদে লোকবল নিয়োগ করা হবে। পদগুলোতে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। জেলাভেদে আবেদনের শেষ তারিখ আগামী ১ নভেম্বর, ২০১৬ তারিখ থেকে ৮ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা ভিন্ন ভিন্ন। ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে আবেদনের জন্য প্রার্থীকে পদার্থবিজ্ঞান ও সাধারণ গণিতসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৩.০০ নিয়ে পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

মেডিকেল পদে আবেদনের জন্য আবেদনকারীকে রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ৩.০০ নিয়ে পাস করতে হবে। পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক স্টুয়ার্ড এবং এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য আবেদনকারীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৩.০০ নিয়ে পাস করতে হবে। টোপাস পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে পঞ্চম শ্রেণি পাস হতে হবে।

পেট্রলম্যান পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি, সিম্যান ও এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং অন্যান্য পদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বনিম্ন উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি। উচ্চতার পাশাপাশি প্রত্যেক পদের ক্ষেত্রেই আবেদনকারীর বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি বেশি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।

তবে কৃতী খেলোয়াড়দের জন্য সার্বিক শর্তাবলি শিথিলযোগ্য এবং ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের ক্ষেত্রে সব শাখায় উচ্চতা হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি। জেলা কোটাভিত্তিক নাবিক ভর্তি করা হবে এবং কোনো ভর্তি কেন্দ্রে ওই কেন্দ্রের জন্য নির্ধারিত জেলার বাইরের লোক ভর্তি করা হবে না। কোন জেলায় কবে পরীক্ষা এবং কতজন নিয়োগ করা হবে তার পূর্ণ তালিকা পাওয়া যাবে http://bit.ly/2eB0SYA এই ঠিকানায়।

নাবিক পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে আগামী ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) প্রার্থীদের ক্ষেত্রে আগামী ১ জানুয়ারি, ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৭ থেকে ২২ বছর এর মধ্যে। সব পদের আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত এবং সাঁতার জানা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের দুটি পদ্ধতি রয়েছে। একটি ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির (টিবিএমএম) মাধ্যমে অন্যটি সরাসরি পে-অর্ডারের মাধ্যমে আবেদন ফি প্রদান করে। টিবিএমএমের মাধ্যমে আবেদন ফি প্রদানের জন্য আবেদনকারীকে টিবিএমএমের গ্রাহক হয়ে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে TrustMM BNRF S PIN Candidate’s Mobile Number লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২০১ নম্বরে। তবে গ্রামীণফোনের গ্রাহকদের এসএমএস করতে হবে ০১১৯০০১৬২০১ নম্বরে। এ জন্য গ্রাহকের টিবিএমএম অ্যাকাউন্টে কমপক্ষে ১২০ টাকা থাকতে হবে। টাকা জমা দেওয়ার পর একটি ট্রানজেকশন আইডি আবেদনকারীর মুঠোফোনে চলে আসবে যা নির্দিষ্ট ঠিকানায় প্রদর্শন করে {ফরম (নাবিক)-১} সংগ্রহ করতে হবে।

ব্যাংকে সরাসরি আবেদন ফি জমা দিয়ে আবেদনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের যেকোনো ব্যাংক অথবা ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকার অনুকূলে ১০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিয়ে মানি রিসিভ সংগ্রহ করতে হবে। প্রাপ্ত মানি রিসিভ দেখিয়ে নির্দিষ্ট কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করতে হবে। এ ছাড়া নিজ নিজ ভর্তি কেন্দ্র থেকেও নির্ধারিত ভর্তির দিন সকাল আটটায় ১০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। সে ক্ষেত্রে আবেদনপত্র সংগ্রহের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র এবং ছবি সংযুক্তি হিসেবে দিতে হবে।

এ ছাড়া অনলাইনে www.joinnavy.mil.bd ওয়েবসাইটের Sailor Section-এ ক্লিক করলে আবেদনপত্র পাওয়া যাবে। সে ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার সময় আবেদনপত্রের সঙ্গে মানি রিসিভ সংযুক্তি হিসেবে জমা দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখে নিজ জেলার ভর্তি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় নির্বাচিতদের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা

চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া বিনা মূল্যে পোশাক, থাকা-খাওয়া, চিকিৎসার সুবিধা, হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটি, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগও রয়েছে। এ ছাড়া বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ এবং বিদেশে বাংলাদেশি দূতাবাসে নিয়োগের সুযোগ রয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ

পরিচালক

পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর

নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩

ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১১, ২২১৪ এবং ২২১৫

হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫

ওয়েবসাইট: www.joinnavy.mil.bd

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকে নিয়োগঃ ১৬৬৩ পদে চাকুরী

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকের মধ্যে সাতটি ব্যাংক একযোগে নিয়োগবিস্তারিত পড়ুন

বিভিন্ন পদে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

শূন্য পদে জনবল নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এডুকেশনবিস্তারিত পড়ুন

রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে প্রাণ-আরএফএল।

প্রাণ-আরএফএল গ্রুপ রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে। যোগ্যতা :বিস্তারিত পড়ুন

  • ক্যাডেট কলেজে প্রভাষক পদে ১৯ জন নিয়োগ
  • ‘সেলস এক্সিকিউটিভ- আউটলেট’ পদে নিয়োগ দেওয়া হচ্ছে প্রাণ গ্রপ
  • কানাডায় সাংবাদিক; অভিনয়, মডেল ও সংগীত শিল্পী; প্রযোজক, পরিচালক ও খেলোয়াড়দের দারুন সুযোগ!
  • বিনা অভিজ্ঞতায় আবুল খায়ের গ্রুপে চাকরি
  • মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি
  • এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি
  • অষ্টম শ্রেণি পাসেই ২০০ জন নিয়োগ দিচ্ছে বিআরটিসি
  • ৫৭৫ জন নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি
  • একাধিক পদে কোস্টগার্ড বাহিনীতে জনবল নিয়োগ
  • উচ্চ মাধ্যমিক পাসেই সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন প্রক্রিয়া জেনে নিন-
  • নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে অবরোধ
  • বাংলালিংককে চাকরি