নড়াইলে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নড়াইলে প্রভাষ রায় হানু (৪৬) নামে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার মীরাপাড়া গ্রামের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১০টার দিকে ওই নেতার মৃত্যু হয়।
নিহত প্রভাষ রায় হানু নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মীরাপাড়া গ্রামের রতন রায়ের ছেলে।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান মিনার ছেলে আশিকুর রহমানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান বলেন, বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রভাষ রায় মীরাপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান ও তার ছেলে আশিকুর রহমানসহ কয়েকজন এসে প্রভাষ রায়ের পেটে ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।
এরপর সেখান থেকে প্রভাষ রায়কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খায়রুজ্জামান আরও বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবিদুর ইসলামের পক্ষে কাজ করেন প্রভাষ রায়। এ নিয়ে বিদ্রোহী প্রার্থী শহিদুর রহমান মিনার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। নির্বাচনে শহিদুর রহমান বিজয়ী হন। নির্বাচন নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক আবদুর রশিদ বলেন, রোগীর পেটে ছুরিকাঘাত করা হয়েছে। রাত ১০টার দিকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, আওয়ামী লীগ নেতা প্রভাষ রায়ের ওপর হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে আশিকুর রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অতঃপর ভিডিও ধারণ
নড়াইলের লোহাগড়ায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী (১৪) ধর্ষণের শিকারবিস্তারিত পড়ুন
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
মোঃ হিমেল মোল্যা, নড়াইল: নড়াইলে ৭০০পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফুলবিস্তারিত পড়ুন
নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
মোঃ হিমেল মোল্যা, নড়াইল: পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের মাদকবিরোধীবিস্তারিত পড়ুন