নড়াইলে তিন পুরোহিতকে চিঠি দিয়ে হত্যার হুমকি
নড়াইলে তিনটি মন্দিরের পুরোহিতকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার নলদীরচর সর্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত সুজিত গোসাই, মহাসষ্মান আগদিয়ারচর সেবা শ্রমের পুরোহিত উত্তম গোসাই এবং সর্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রম, আগদিয়ারচর দাসপাড়ার পুরোহিত বিমল কৃষ্ণ দাসকে হাতে লেখা চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়।
নলদীরচর সর্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত সুজিতকে লেখা হয়েছে ‘তোমার চরিত্র ভাল আমরা তোমার কোন ক্ষতি করতে চাই না। আমাদের কথা না মানিলে গলা কেটে কুকুরের গলায় ঝুলাবো। তাই বলি ভাল হয়ে যাও এবং বৃদ্ধাশ্রমটি কোনোভাবে যাতে চালু না হয়। তাহলে তুই বাঁচতে পারবি না। আমাদের খরচটা দিয়ে দিবি। আমাদের মোবাইল নম্বর ০১৭৯৮৬১৯৪২১।’
আগদিয়ারচর দাসপাড়ার পুরোহিত বিমল কৃষ্ণ দাসকেও দেওয়া চিঠিতেও ওই মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এতে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে। মহাসষ্মান আগদিয়ারচর সেবা শ্রমের পুরোহিত উত্তম গোসাইকে ৭ দিনের মধ্যে স্থান ত্যাগ করতে বলা হয়েছে। তা না হলে আমরা তোকে খাব।
জানা গেছে, এসব চিঠি রাতের আধারে ফেলে রাখা হয়েছে। হুমকি দিয়ে লেখা এসব চিঠির খামে প্রেরকের স্থানে একটি ছাত্রলীগ এবং অপর দুটিতে ছাত্রশিবিরের নাম লেখা হয়েছে। তবে হাতের লেখা একই ধরনের। কেউ কেউ মনে করছেন ভীতি সৃষ্টি করতে কে বা কারা এভাবে লিখে মন্দিরে রেখে গেছেন।
উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করে এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুভাষ বিশ্বাস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তার ব্যাপারে স্থানীয়দের নিয়ে ভিলেজ পার্টি গঠন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













