পছন্দের পর্ন মোবাইলে পাঠিয়ে দেবে পর্নহাব!
এত দিন প্রাপ্তবয়স্কদের বিনোদন দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য৷ আর এবার ইমোজি ভিডিও ডেলিবারি সার্ভিস পরিষেবা শুরু করল বিখ্যাত পর্নগ্রাফি সাইট পর্নহাব৷ যার মধ্যমে এবার থেকে নির্দিষ্ট বিভাগের টপ রেটেড পর্ন ভিডিও গ্রাহকের মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে সাইটের পক্ষ থেকে৷ এক্ষেত্রে আমেরিকার, কানাডা ও ব্রিটেনের গ্রাহকদের নির্দিষ্ট নম্বরে রেজিস্টার করাতে হবে তাদের নম্বর৷
প্রথম ধাপে ৩০টি ইমোজি তালিকা ভুক্ত করা হয়েছে সাইটে৷ পর্নহাবের ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইশ জানিয়েছেন, বর্তমান সময়ে কনভারশেসনের অন্যতম বড়ো মাধ্যম হল টেকস্ট ম্যাসেজ৷ তাই তারাও এই ভিডিও ডেলিভারি পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করতে চাইছেন তারা৷ তিনি আরও জানিয়েছেন কোনও গ্রাহক তার পছন্দ মতো বিভাগের ইমোজি পর্নহাবের নির্দিষ্ট নম্বরে পাঠিতে পারে৷ ফলে সরাসরি সেই বিভাগের লেটেস্ট ভিডিও পর্নহাবের পক্ষ থেকে পাছইয়ে দেয়া হবে গ্রাহকের মোবাইলে৷৷ এর আগে একটি বিখ্যাত পিৎজা প্রস্তুতকারী সংস্থা ডমিনোজও তাদের ইমোজি ডেলিভারি পদ্ধতি চালু করেছিল৷ যার মাধ্যমে পছন্দের পিৎজার ইমোজি টেকস্ট করে বা ট্যুইট করে পিৎজা অর্ডার দিতে পারে কোনও ব্যক্তি৷ এই ইমোজি ভিডিও ডেলিভারি প হলো কোনও পর্নসাইটের পক্ষ থেকে চালু করা সর্বাধুনিক পরিষেবা৷ এর আগে নিজস্ব রোকু চ্যানেলও চালু করেছিল পর্নহাব৷
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













