পড়াশোনায় ভালো না হলে ভুলতে হবে আমেরিকা যাওয়ার স্বপ্ন!
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2017/08/Hajj20170426105704-673x350-669x350.jpg)
আমেরিকায় পাড়ি দিয়ে সেখানেরই বাসিন্দা হওয়ার স্বপ্ন রয়েছে যাদের সেইসব ভারতীয়দের জন্য হয়তো এই খবর খুব একটা সুখকর হবে না৷ কারণ জানা গিয়েছে, যাঁরা পড়াশোনায় অপেক্ষাকৃত নিম্নমানের তাদেরই ক্ষতির সম্ভাবনা বেশি৷ যদি এই নয়া অ্যাক্ট মার্কিন পার্লামেন্টে পাশ হয়ে যায় তাহলে এই ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, গ্রীণ কার্ডের জন্য আমেরিকা নিজের পুরনো লটারি সিস্টেম তুলে দেবে৷ মেরিট-এর ভিত্তিতে আবেদনকারীদের ইংরাজিতে দক্ষতা, ডিগ্রী, চাকরির প্রস্তাব এবং বয়স দেখে সুযোগ দেওয়া হবে৷
এই অ্যাক্ট অনুযায়ী, যারা চাহিদার স্তরে উন্নীত হতে পারবে তাদের বেতন আরও বাড়তে পারে বলে শোনা যাচ্ছে৷ গ্রীণ কার্ডের সাহায্যে বিদেশিরা সেখানে পাকাপাকিভাবে থাকার অধিকার, চাকরি করার অনুমতি এবং মার্কিন নাগরিক হওয়ার সুযোগ পেতেন৷
নয়া অ্যাক্ট অনুযায়ী, কেউ আমেরিকাতে এসেই ভালোরকম উপার্জন করতে শুরু করে দিল তা আর সম্ভব হবে না৷ যদি আপিন প্রতিভাবান এবং আপনার কাজে দক্ষ হন তাহলেই কিন্তু আপনি স্বপ্ন দেখা শুরু করতে পারেন৷
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর H1B ভিসার ওপর কড়া পদক্ষেপ নেন৷ বিদেশীদের ওপর যার প্রভাব পড়ে৷ প্রতি বছর লটারির মাধ্যমে প্রায় ৬৫,০০০জন এই ভিসা পেয়ে থাকেন৷
এই সংক্রান্ত আরো সংবাদ
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/10/1-22-624x350.webp)
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/09/১-624x350.webp)
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/09/1-1-622x350.jpg)
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন