পতিতার চরিত্রে অভিনেত্রী মৌসুমি..!

বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী মৌসুমি। এরপর নির্মাতা মোস্তফা কামাল রাজের প্রজাপতি ছবিতে অভিনয় করে এ জুটি ভূয়সী প্রশংসা কুড়ায়। এরপর নানা কারণে বড় পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি।
তবে দীর্ঘদিন পর আবারো একসঙ্গে জুটি বাঁধলেন তারা। ছবির নাম বাসর হবে মাটির ঘরে। পরিচালনা করবেন শাহ মো. সংগ্রাম।
তিনি জানালেন, মোশাররফ করিম এবং মৌসুমী দুজন ছবিতে কাজ করবেন এটি চুড়ান্ত। আগামী মাসে অর্থাৎ ঈদের পর ছবির কাজ শুরু হবে।
নির্মাতা শাহ মো. সংগ্রাম আরো বলেন, ছবির গল্পটা সামাজিক। এখানে মৌসুমীকে দেখা যাবে একজন পতিতার চরিত্রে। যিনি সমাজের কিছু মানুষের রোষানলে পড়ে এ পথে আসেন এবং মোশাররফ করিমের চরিত্রটি একজন পেশাদার মদ বিক্রেতার। যিনি একটি নিষিদ্ধ পল্লীতে মদের ব্যবসা করেন।
সংগ্রাম আরো জানান, এটি বিগ বাজেটের ছবি হবে। দেশের সেরা তারকারা থাকবেন অভিনয়ে। ছবিটি দর্শকদের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারলে তারা সামাজিক গল্প নির্ভর এই ছবিটি সাদরে গ্রহণ করবেন।
এদিকে, এরই মধ্যে এ ছবির একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গত মাসে রুনা লায়লা ও সুবীর নন্দী ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। আলাউদ্দিন আলীর সংগীত পরিচালনায় গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন