পথই যাদের বাড়িঘর পথই ঠিকানা
সকাল প্রায় ৭ টা। হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার পয়েন্টের একটি দোকানের বারান্দায় তিন শিশু বসা। তিনজনে মিলে একটি রুটি ভাগ করে খাচ্ছে। এ শীতেও শরীরে সামান্য বস্ত্র। নাম জানতে চাইলে ওদের একজন বলে ‘পরিচয় বলে লাভ কি, টাকা দিবেন?’
জানা গেল ওদের তিনজনের নাম- নাঈম, উর্মি, সাদিয়া। সম্পর্কে ভাইবোন। তারা তিন বোন আর তিন ভাই। বাবা সেলিম অন্যত্র বিয়ে করে চলে গেছেন। মা মিনারা খাতুন ভাঙ্গারি ব্যবসায় কাজ করছেন। মায়ের আয়ে তাদের খাওয়া-পরা চলছে।
বাল্লা গেইট এলাকায় অল্প টাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা বাস করছে। তাদের মায়ের আয়ে সংসারের খরচ বহন অসম্ভব হয়ে পড়েছে। তারা জানেনা তাদের আগামী।
এদের ভবিষ্যৎ কি এমন প্রশ্নে- পাশে দাঁড়ানো সিএনজি চালক শিপন মিয়া এ সময় বলে উঠলেন, ‘এসব শিশুদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কি’।
জেলার গুরুত্বপূর্ণ স্থান শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ ও জংশন এলাকায় নাঈমদের মতো ভাসমান দরিদ্র পরিবারের শিশুদের জীবনের চলার পথে অন্ধকার নেমে আসছে। তারা সুশিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। যেখানে তিনবেলা খাবারের চিন্তা, সেখানে এ শিশুরা কি করে স্কুলে যাবে। কে তাদের ভরন-পোষণ করবে?
আলাপকালে সাদিয়া বলেছে, ‘তাদের নিজস্ব বাসস্থান দরকার। চলার জন্য চাই টাকা।’ উর্মি ও নাঈমের দরকার ‘মজার মজার খাবার। রুটি খেতে চাই টাকা।’ চাহিদা তাদের একেবারেই সামান্য। কিন্তু কে তাদের এই সামান্য চাহিদা পূরণে অসামান্য হয়ে পাশে দাঁড়াবে ?
শুধু নাঈম নয়। জংশন এলাকায় আলাপ হয় শিশু সুমন, সুজন, কাজল, বশির, ফাহিমা, রুজিদের সঙ্গে। তারা সবাই ভাসমান। অভাবই তাদের দুর্ভাবনা।
স্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘জংশনের পাশেই বস্তি রয়েছে। এখানে বহু দরিদ্র পরিবারের বসবাস। এ ছাড়াও জংশন এলাকায় অনেক ভাসমান লোকের বাস। পথই যাদের বাড়িঘর, পথই যাদের ঠিকানা।’
জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, জংশনে ভাসমানদের সন্তানরা বাধ্য হয়েই শিশু বয়সে নানা পেশায় যুক্ত হচ্ছে।
শায়েস্তাগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি গাজীউর রহমান ইমরান বলেন, জংশনে আর বাস ষ্টপেজে বসবাসরতদের সংখ্যা মোটেও কম নয়। সবার উচিৎ তাদের এদের পাশে এসে দাঁড়ানো।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন