পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৩৯ শতাংশ| মুন্সীগঞ্জে সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৩৯ শতাংশ।
আজ শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
পদ্মা সেতু নির্মাণে জনগণের অবদান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের স্যাক্রিফাইস (আত্মত্যাগ) এই পদ্মা সেতু নির্মাণের সঙ্গে মিশে থাকবে।’
নীরবে পদ্মা সেতুর কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো উচ্ছ্বাস আমরা এ জন্য দেখাচ্ছি না। নীরবে কাজ করে যাচ্ছি। কাজ চলছে ২৪ ঘণ্টা। কিন্তু আমরা এখানে খুব একটা উচ্ছ্বাস, খুব একটা এ নিয়ে মাতামাতি করার বিষয়টিকে আমরা অ্যাডয়েড (এড়িয়ে চলা) করছি।’
‘যাক, আজকে আমি এখানে এসে, আমাদের এখানে আমি আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি, সার্বিক অগ্রগতি এই মুহূর্তে থার্টি নাইন পারসেন্ট (৩৯ শতাংশ)। শতকরা ৩৯ ভাগ।’
ওবায়দুল কাদের বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রথম স্প্যানটি বসে যাবে। ১৫ দিন পরপর বাকি স্প্যানগুলো বসতে থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন