মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরম স্নেহের আশ্রয়ে নবজাতকটি

মায়ের কোল সন্তানের জন্য পরম স্নেহের, আদরের সর্বোপরি নিরাপদ। বাস্তবে এসব প্রবাদকে হার মানিয়ে দালাল চক্র সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়। তাকে ২ লাখ টাকায় বিক্রি করার সময় এলিট ফোর্স র‌্যাবের হাতে ধরা পড়ে চার দালাল। আর নবজাতকটি ফিরে পায় প্রকৃত মায়ের সান্নিধ্য- নিরাপদ আশ্রয়। রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, গোপন সংবাদে বিকেল ৫টার দিকে শাহজাহানপুর থানার শান্তিবাগ চেয়ারম্যান গলির মসল্লা ম্যাসনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে সন্দেহভাজন মনে হলে আটক করা হয় এবং একটি নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়। ২ লাখ টাকায় পাচারকারী চক্রের অন্যতম হোতা সালমা বেগম ওই নবজাতককে বিক্রি করার চেষ্টা করছিলেন বলে র‌্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পরিচালক রুম্মান মাহমুদ জানান। নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নবজাতকের নানি আমেনা বেগম জানান, তার মেয়ের নাম বিনা বেগম (২২)। তারা উত্তর বাড্ডার বাজারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন। মেয়ে গার্মেন্টসে চাকরি করেন। স্বামী রিয়াজউদ্দিন। তবে গত তিন মাস হলো তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। মেয়ে সন্তান সম্ভবা ছিল। গত বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ব্যথা উঠলে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ভূমিষ্ঠ হয় ছেলেসন্তান। ক্লিনিকে পরিচয় হয় সালমার সঙ্গে। এ সময় সালমা ও সঙ্গে থাকা আনোয়ার নবজাতকের বাবা কোথায় এ কথা বলে ভয়ভীতি দেখাতে থাকেন। এ ছাড়া মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাচ্চা একসময় সালমার কাছে তুলে দিই। তার মায়েরও সম্মতি ছিল। তবে তারা একে লালনপালন করবে, সঠিকভাবে মানুষ করবে এই কথা বলে। কিন্তু শুক্রবার সকাল থেকে মা বিনা সন্তানকে দেখতে কান্নাকাটি শুরু করে। এ সময় সালমাকে বলা হলে নানা ভয়ভীতি দেখাতে থাকে। পরে মেয়ের মুখের দিকে তাকিয়ে বিষয়টি র‌্যাবকে বলা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো বলেন, সালমা নবজাতক পাচার চক্রের অন্যতম হোতা। এরা আগে সে কয়েকবার ধরা পড়েছে। আনোয়ারও একই দলের সদস্য। তারা নবজাতককে এনে বিভিন্নজনের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি কিংবা বিদেশে পাচার করে দেয়। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, মা এবং নবজাতককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ২১১ নম্বর নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নবজাতকের স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে সে শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া