পরীক্ষার দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় প্রয়োজনীয় উপস্থিতির কারণে অংশগ্রহণ করতে না পারায় পরীক্ষার দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থরা হলেন, আফিফা বিনতে আক্তার, সুমাইয়া খন্দকার ও নাজমুল শিশির। এদের মধ্যে আফিফা ও সুমাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নাজমুলকে বিভাগের সামনেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
রবিবার দুপুর থেকে তারা বিভাগে অবস্থান ধর্মঘট করে আসছেন। সোমবার থেকে শুরু হওয়া প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ১২৬ জনের মধ্যে ৫১জন শিক্ষার্থীই অংশ নিতে পারেননি।
আগামী ২০ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে আস্বস্ত না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে রবিবার থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগের দ্বিতীয় বর্ষের ডিসকলেজিয়েট আরো ৪৫জন শিক্ষার্থী।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘আগে কী হয়েছে আমি তা জানি না। আমি নিয়ম অনুযায়ীই চলবো। ‘৬০ থেকে কমিয়ে ৫৫ শতাংশ পর্যন্ত যাদের উপস্থিতি ছিল তাদেরও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, তাও বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণ করে। আর একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না। তাই নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরা প্রথম বর্ষের পরীক্ষা নিতে শুরু করেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন