পরীক্ষার মাঝে চেতনা হারাল ছাত্রী
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সৈয়দ কালু শাহ বিশ্ববিদ্যালয় কলেজকেন্দ্রে খাতায় প্রশ্নোত্তর লেখার সময় অচেতন হয়ে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী। আজ সোমবার সকালে বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরই চেতনা হারায় সে।
শাহিদা আক্তার (১৬) নামের ওই ছাত্রী স্থানীয় আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি উপজেলার বরাইদ গ্রামে।
ওই পরীক্ষার্থীর স্বজন ও শিক্ষকরা সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের আগেই শাহিদা আজ স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে কেন্দ্রের নিজ আসনে গিয়ে বসে। ১০টায় পরীক্ষা শুরু হলে সে খাতায় প্রশ্নোত্তর লিখতে থাকে। আধা ঘণ্টা পরই হঠাৎ চেতনা হারিয়ে বেঞ্চ থেকে ঢলে পড়ে শাহিদা। দ্রুত তাকে কক্ষের বাইরে এনে মাথায় পানি দেওয়া হয়।
সৈয়দ কালু শাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের সহকারী কেন্দ্রসচিব মো. শাহজাহান জানান, পরে পুলিশের গাড়িতে দ্রুত শাহিদাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিলে কিছুক্ষণ পরই চেতনা ফিরে আসে। এর পর পরই তাকে আবার পুলিশের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়। এরপর পরীক্ষায় অংশ নেয় সে।
তবে, অসুস্থতার কারণে শাহিদাকে খাতায় প্রশ্নোত্তর লেখার জন্য আধা ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয় বলে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানিয়েছেন।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খন্দকার শহিদুল্লাহ জানান, গতকাল রাতে শাহিদা না খেয়ে ছিল। রাতে ঠিকমতো ঘুমায়নি। এ কারণে রক্তচাপ কমে দুর্বলতায় চেতনা হারায় সে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানিকগঞ্জে হুমকি দিয়ে মন্দিরের মাটি কেটে রাস্তা নির্মাণ
প্রাণনাশের হুমকি দিয়ে কালী মন্দিরের জায়গার মাটি কেটে রাস্তা নির্মাণেরবিস্তারিত পড়ুন
মানিকগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
ফারিয়া আলম কাজল নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহতবিস্তারিত পড়ুন
মানিকগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয়ে সাবরিনা আক্তার বন্যা (১৯) নামে এক কলেজছাত্রীর লাশবিস্তারিত পড়ুন