পরীক্ষা হলে প্রবেশ করেননি স্বাস্থ্যমন্ত্রী
২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিক্যালে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়েও পরীক্ষা হলে প্রবেশ করেননি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হতে পারে এ কারণে তিনি পরীক্ষার হলে প্রবেশ করেননি।
শুক্রবার সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে যান মন্ত্রী।
এ সময় তিনি বলেন, এক ঘণ্টার পরীক্ষায় আমি যদি দেখতে যাই তাহলে তাদের সমস্যা হবে। আমার পেছনে হয়তো ক্যামেরা ম্যানরাও যাবেন। এর ফলে সেখানে শব্দ হবে, কথা-বার্তা হবে। যেখানে প্রতিটি সেকেন্ডের মূল্য অনেক। তাই আমি শুধুই শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, পরীক্ষায় মেধার দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই ভর্তির সুযোগ পাবে।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সকাল ১১টায়। সারা দেশের সরকারি ১৮টি মেডিক্যাল কলেজের ৩৭টি কেন্দ্রে পরীক্ষা হয়। সরকারি কলেজে তিন হাজার ২১২টি ও বেসরকারি কলেজে ছয় হাজার ২০৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী মোট ৯০ হাজার ৪২৬ জন।
অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানিয়েছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন