পরীমনির পাশে প্রসূন

এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ ছবি আর কাবিননামা প্রকাশ হওয়ার জেরে আলোচিত নায়িকা পরীমনি যখন অনেকটা তোপের মুখে তখন তার পাশে দাঁড়িয়েছেন লাক্স তারকা ও চিত্রনায়িকা প্রসূন আজাদ। পরীমনিকে সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রসূন। তার মতে, পরীমনিকে নিয়ে যারা এসব কিছু করছেন তারা শুধু জনপ্রিয় হওয়ার জন্যই করছেন।
প্রসূন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাদের বরং তাকে সাহস দেয়া উচিত ভালো কাজ করবার জন্য। সে ছবিগুলো দেখে ইন্ডাস্ট্রির মেয়েরা যে হারে নাক কুচকাচ্ছে তাতে বরং তাদেরই লজ্জা হওয়া উচিত। দেখো, শেখো, শেখো মেয়েটি কি সুন্দর করে নিজেকে এই শহুরে পরিবেশে মানিয়ে নিয়েছে।
সিনেমায় যখন সে নাচে, তখন হল ভর্তি মানুষ থাকে, তারা শিষ বাজায়। খুশি মনে বাড়ি ফেরে। দর্শক তার প্রাক্তন প্রেমিক (নিউজে তেমনি দেখলাম) কে সেটা চিনতে চায়নি, ওই শিষ তার গ্রামের প্রেমিক/স্বামীর জন্য নয়, সিনেমা হিট হয়, দর্শক তালি দেয় এসবের জন্য তার নিজের পরিশ্রম রয়েছে।
দর্শক তালি দেয় পরীমনির অভিনয় দেখে, পরীমনির জন্য। কোনো প্রাক্তন এমনটা করার চেষ্টা করলে তাকে একজন মেরুদণ্ডহীন পুরুষ বলা উচিত। যিনি জনপ্রিয় হবার জন্য পরীমনির ছবিগুলো ব্যবহার করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুকে প্রকাশ পায় পরীমনির বিয়ের কাবিননামা ও এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ কিছু ছবি। দাবি করা হয়েছে পরীমনি বিবাহিত। তবে পরীমনি বিয়ের খবর অস্বীকার করে দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন