পর্নস্টার মিয়া খলিফাকে রাষ্ট্রদূত করে সৌদিতে পাঠানোর দাবি!
এর আগে আমেরিকা বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে বিখ্যাত অভিনেত্রীদের পাঠিয়েছেন। সেই তালিকাতেই এবার নাম উঠে এলো বিখ্যাত পর্নস্টার মিয়া খলিফার। একজন ব্যবসায়ী ও রিয়েলিটি শো-স্টার যদি মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন, তবে পর্নস্টারের রাষ্ট্রদূত হতে বাধা কোথায়। এ রকমই চিন্তাভাবনা থেকেই সম্প্রতি মিয়া খলিফাকে রাষ্ট্রদূত করে সৌদি আরবে পাঠানো হোক- এমন দাবি তুলেছেন এক ব্যক্তি।
তার নাম ড্যালকম রডরিগজ গোল্ডস্টেন। তিনি শুধু দাবি তুলেই থেমে থাকেননি, নেমে পড়েছেন রীতিমতো সই সংগ্রহেও। এভাবেই অজস্র মানুষের সই সংগ্রহ করে পিটিশন জমা দিতে চান তিনি।
সইও সংগ্রহ হচ্ছে। পিটিশনে জন্য আর মাত্র ৩৮৪ জনের সই লাগবে। মিয়া খলিফাকে রাষ্ট্রদূত হিসেবে পছন্দ করার যুক্তি নানাবিধ। আমার মনে হয় মিয়া খলিফা খুব সন্দুর ও ঠিকঠাক ভাবেই রাষ্ট্রদূত হিসেবে এই দেশের নৈতিক চরিত্রটির প্রতিনিধিত্ব করতে পারবেন।
তাছাড়া জন্মসূত্রে তার সঙ্গে যোগ রয়েছে ইসলামি সংস্কৃতির। ফলে, সৌদি আরবে তার মেলামেশার সুবিধেই হবে, লিখেছেন নাথান বেনসন নামের এক ব্যক্তি।
বেনসন বেশ গম্ভীরভাবে তার বক্তব্য পেশ করলেও সবাই এতটাও উদার নন। অনেকেই রীতিমতো ব্যঙ্গবিদ্রূপ করছেন মিয়া খলিফাকে নিয়ে। তাদের বক্তব্য, মিয়া খলিফা জনসংযোগের কাজ ভালোই জানেন, যা এতদিন পর্নহাবে নানা ভাবে দেখা গিয়েছে। অতএব, তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মিয়া নিজে এখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন