পর্যটক সমাগমে মেতে উঠেছে উলঙ্গ শহর! দেখুন..[উলঙ্গছবি সহ]
অফিস বা বাড়ির বাইরে প্রায় সাড়াক্ষণই থাকতে হয় ফরম্যাল পোশাকে। শরীরকে ভারমুক্ত করতে ঢিলে ঢালা পোশাকও হয়ত পরেন। কিন্তু, একদম শিশুকালের ন্যায় উলঙ্গ থাকার কথা ভেবেছেন কখনও। বাচ্চাদের মতো উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, আশেপাশের সকলেই লিঙ্গভেদে আপনারই মতো উলঙ্গ। ব্যাঙ্ক, বিউটিপার্লার পোস্ট অফিস এমনকি সুপার মার্কেট পরিচালনা করছেন উলঙ্গ হয়ে। এমনই একটি শহর রয়েছে ফ্রান্সের সমূদ্রের পারে। ক্যাপ দি’এজ নামক ওই শহরে সকলেই উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে।
ওই শহরের গোড়াপত্তন হয় ষাটের দশকে। জার্মানি ও নেদারল্যান্ড থেকে বেশ কিছু যাযাবর এসে বাসা বাধে ওই সমূদ্রের পারে। তারা সকলেই ছিল উলঙ্গ। বছর খানেকের মধ্যেই জনবসতি বৃদ্ধি হয় ক্যাপ দি’এজের। তৈরি হয় ছোট শহর। জার্মান সরকারের তরফ থেকে খোলা হয় পোস্ট অফিস। ঘটনাচক্রে সেটিই বিশ্বের প্রথম উলঙ্গ পোস্ট অফিস। সমূদের পারে অবস্থান এবং স্থানীয় মানুষদের বিচিত্র জীবন জীবিকার কারণে খুব সহজেই পর্যটকদের আকৃষ্ট করেছিল ক্যপ দি’এজ। ওই শহরে ভ্রমণের জন্য পর্যটকদের উপর কর চাপায় ফ্রান্স সরকার। মাথাপিছু ছ্য পাউন্ড করে কর দেওয়ার নিয়ম চালু আছে উলঙ্গ শহরে। পর্যটক টানতে সেই করের নাম দেওয়া হয় ‘উলঙ্গ কর’।
ক্যাপ দি’এজ শহরে নগ্ন বা উলঙ্গ ভাবে থাকাটা অত্যাবশ্যক। তবে জনসমক্ষে অপ্রীতিকর কিছু করলে কড়া শাস্তির বিধান আছে। হাজতবাসের সঙ্গে দিতে হবে ১৫ পাউন্ড জরিমানা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন