বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পলকের উপস্থিতিতে শাবি ছাত্রলীগের হাতাহাতি!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রতিমন্ত্রী ক্যাম্পাসের আইআইসিটি ভবনের সামনে উপস্থিত হলে ছাত্রলীগের নেতাকর্মীরা শাবি শাখার বিভিন্ন নেতাদের নামে স্লোগান ধরে। এ সময় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিভিন্ন গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এরপর বিকাল সাড়ে চারটার দিকে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রযুক্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গেলে মিলনায়তনের বাহিরে ছাত্রলীগ নেতাকর্মীরা আবার স্লোগান দিতে থাকে।

এই সময় গাড়ি থামিয়ে পলক ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৫/৭ বছর আগে আমিও ছাত্রলীগের কর্মী ছিলাম।

আজকে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের দশ জন একজন নেতাকে আর অন্য দশজন আরেক নেতাকে পছন্দ করেন। তবে কেউ কারো নামে স্লোগান দিবেন না।

দয়া করে আপনারা কোন্দলে লিপ্ত হবেন না। এখানে আরও অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে। তাদের আগে বসতে দিয়ে আপনারা পেছনে বসবেন। আবার বলছি, কারো নামে স্লোগান হবে না। স্লোগান হবে শুধু আমাদের আর্দশ, নেত্রীর নামে।

পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘আইপিভিশন সিএসই কার্নিভাল ২০১৫’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ইনকিউভেশন সেন্টার হবে বলে ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, দেশের প্রথম তারবিহীন ওয়াইফাই হটস্পোট ও মোবাইলে ভর্তি প্রক্রিয়া উদ্ভাবন করেছিল সিলেটের এই প্রতিষ্ঠান।

তাই দেশের প্রথম ইনকিউভেশন সেন্টারও এই প্রতিষ্ঠানে হবে। যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্নাতক শেষে এখান থেকে হাতে কলমে প্রযুক্তি শিক্ষা নিতে পারে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ যত বড় জায়গা দিবে ইুনকুভেশন সেন্টারও তত বড় হবে বলে ঘোষণা দেন পলক।

তিনি বলেন, আইসিটি ডিভিশনের অধীনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আরও একটি বিশেষায়িত ল্যাবরেটরিও করা হবে। এই ল্যাব করার জন্য প্রথম ধাপে আমি ৪০ লাখ টাকা অনুদান প্রদাণ করলাম। দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও বড় পরিসরের অর্থ বরাদ্দ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. শহিদুর রহমান।

এই সংক্রান্ত আরো সংবাদ

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার