পহেলা বৈশাখে টিএসসিতে নারীর ‘গায়ে হাত’ দিল পুলিশ

পহেলা বৈশাখের সন্ধ্যায় পুলিশের হাতে অপমানের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহ-সভাপতি হাবিবা জান্নাত।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাবির টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বছরের পহেলা বৈশাখে নারীর উপর বর্বরোচিত ঘটনা ঠেকাতে এবার আমরা টিএসসি এলাকায় অবস্থান নিয়েছিলাম। এক পর্যায়ে সন্ধ্যার দিকে এক পুলিশ সদস্য এসে আমাকে সরে যেতে বলে গায়ে হাত দেয়।
এসময় উপস্থিত ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির অভিযুক্ত পুলিশ সদস্যকে সবার সামনে ক্ষমা চাইতে বলেন।
এ ব্যাপারে রমনা থানার উপকমিশনার আব্দুল বাতেন বলেন, ‘এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া সম্ভব নয়। এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই আইন বহির্ভূত। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে এ ঘটনার পর একাধিক বাম সংগঠনের ছাত্রনেতারা মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভবন অভিমুখে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন